যুক্তরাজ্যে চার মাসের চিকিৎসা শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রাথমিকভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে দেশে ফেরার কথা থাকলেও পরবর্তীতে পরিবর্তন করা হয়। এখন তিনি কাতারের আমির প্রদত্ত বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন থেকে ঢাকায় আসছেন।
খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিএনপির নেতাকর্মীরা বিমানবন্দরে জড়ো হচ্ছেন। এছাড়া বিমানবন্দর থেকে গুলশানের তার বাসা পর্যন্ত রাস্তার দুই ধারে দলীয় পতাকা ও জাতীয় পতাকা হাতে নেতাকর্মীদের অবস্থানের পরিকল্পনা করা হয়েছে। তবে কর্মদিবস হওয়ায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে যানজট ও সাধারণ মানুষের দুর্ভোগের আশঙ্কা দেখা দিয়েছে।
এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের শৃঙ্খলাবদ্ধভাবে অভ্যর্থনা জানাতে এবং যানজট এড়ানোর আহ্বান জানিয়েছেন। পাশাপাশি, খালেদা জিয়ার ফ্লাইটের সময় বিমানবন্দরের এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারেরও অনুরোধ করা হয়েছে।
মন্তব্য করুন