রোমাঞ্চকর এক ম্যাচে শেষ বলের নো-বলে ছক্কা আর সহজ ক্যাচ হাতছাড়ার মতো নাটকীয় মুহূর্তে ভরপুর ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ও চেন্নাই সুপার কিংসের (সিএসকে) মুখোমুখি লড়াই। বেঙ্গালুরু শেষ মুহূর্তে ২ রানের জয় পেয়ে প্লে-অফে যাওয়ার পথে আরও শক্ত অবস্থান নিল।
বেঙ্গালুরু টস হেরে আগে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৩ রানের বিশাল লক্ষ্য দাঁড় করায়। ক্যাপ্টেন বিরাট কোহলি (৪৭ বলে ৬৩ রান) এবং জ্যাক বেথেল (৩৩ বলে ৫৫ রান) ওপেনিংয়ে দ্রুত গতিতে রান তুলেন। মাঝের ওভারগুলোতে উইকেট হারালেও রোমারিও শেফার্ড (২১ বলে ৫৩ রান) মাত্র ১৪ বলে ফিফটি পৌঁছে দলকে ২০০-এর ঘরে নেন। চেন্নাইয়ের মধ্যে মাথিশা পাথিরানা ৩ উইকেট নেন।চেন্নাইয়ের রিপ্লাইয়ে আয়ুশ মহাত্রে (৪৮ বলে ৯৪ রান) এবং রবীন্দ্র জাদেজা (৪৫ বলে ৭৭ রান) ১১৪ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যায়। মহাত্রে একটি সহজ ক্যাচ হাতছাড়া হওয়ায় সুযোগ পান, কিন্তু সেঞ্চুরি থেকে মাত্র ৬ রান দূরে থাকতে আউট হন। শেষ ওভারে চেন্নাইয়ের দরকার ছিল ১৫ রান। যশ দয়াল-এর বোলিংয়ে প্রথম দুটি বলেই চাপ তৈরি হয়, কিন্তু শিভাম দুবে নো-বলে ছক্কা তুলে আশা জাগান। তবে শেষ দুই বল শক্তভাবে রুখে দিয়ে বেঙ্গালুরু ২ রানে জয় পায়।
এই জয়ে বেঙ্গালুরু ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠেছে, প্লে-অফে তাদের উত্তীর্ণ হওয়া প্রায় নিশ্চিত। অন্যদিকে, চেন্নাই ও রাজস্থান রয়্যালস ইতিমধ্যে বিদায় নিলেও মুম্বাই ইন্ডিয়ান্স ও গুজরাট টাইটান্স (১৪ পয়েন্ট) এখনও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে। যশ দয়াল (চাপ সামলে ক্রুশিয়াল ওভার বোলিং) ও আয়ুশ মহাত্রে (৯৪ রানের ঝড়ো ইনিংস)।
মন্তব্য করুন