নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কল্যান্দী এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সাগর হাসান (২৫)। তিনি আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি কল্যান্দী শেখ বাড়ি এলাকার কবির হাসানের পুত্র।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে সাগর হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিগগিরই তাকে আদালতের মাধ্যমে নারায়ণগঞ্জ কারাগারে প্রেরণ করা হবে।
গ্রেপ্তারের কারণ হিসেবে কোন মামলার প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে, তা এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি পুলিশ। তবে স্থানীয়ভাবে ধারণা করা হচ্ছে, রাজনৈতিক সহিংসতা বা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে তার সম্পৃক্ততা থাকতে পারে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশ অতিরিক্ত সতর্কতা অবলম্বন করেছে। স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুত রয়েছে বলে জানা গেছে।
মন্তব্য করুন