রাজশাহী, রংপুর, দিনাজপুর, বগুড়া, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (১৬ এপ্রিল) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। নদীবন্দরগুলোর জন্য জারি করা এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উল্লিখিত অঞ্চলগুলোতে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, যা বজ্রবৃষ্টির সঙ্গে সংঘটিত হতে পারে। এসব এলাকায় ১ নম্বর সতর্কসংকেত জারি করা হয়েছে।
এছাড়া, সারাদেশের আবহাওয়া পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-একটি এলাকায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। এদিন দেশের বেশিরভাগ অঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
মন্তব্য করুন