নিজের চেহারা নিয়ে নেটিজেনদের কটাক্ষের জবাব দিলেন বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর। বিশেষ করে তার ঠোঁট নিয়ে নানা ধরনের মন্তব্য শুনতে হয়েছে তাকে। সম্প্রতি মুক্তি পাওয়া ‘দ্য রয়্যালস’ সিরিজে ভূমির চেয়ে তার ঠোঁটই যেন বেশি নজর কেড়েছে বলে মন্তব্য করেছেন কেউ কেউ।
‘দ্য রয়্যালস’ সিরিজটি মুক্তির পর দর্শকদের মধ্যে সেভাবে সাড়া ফেলতে পারেনি। তবে ইশান খট্টরের অভিনয় প্রশংসিত হয়েছে। কিন্তু ভূমির অভিনয়ের চেয়ে তার ঠোঁট নিয়েই বেশি আলোচনা চলছে। এ নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের কটাক্ষ করা হয়।
কটাক্ষের মোক্ষম জবাব
ভূমি অবশ্য এসব মন্তব্যে নিরুত্তাপ নন। এর আগেও মুখে অস্ত্রোপচারের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। সেই সময়ই এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “মানুষ আজকাল অদ্ভুত বিষয় নিয়ে কথা বলতে ভালোবাসে। একজন আমাকে বলেছিলেন, তোমার ঠোঁট খুব বড়। কিন্তু এতে সমস্যা কবে থেকে হলো?”
ভূমি আরও বলেন, “বড় ঠোঁট পাওয়ার জন্যই তো মানুষ লাখ লাখ টাকা খরচ করে। আমি তো তা প্রাকৃতিকভাবেই পেয়েছি। এতে সমস্যা কোথায়?”
প্রথমবার ইশানের সঙ্গে জুটি
‘দ্য রয়্যালস’ সিরিজে প্রথমবার ইশান খট্টরের বিপরীতে অভিনয় করেছেন ভূমি। তাদের রসায়ন নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল ছিল, তবে তা প্রত্যাশামতো সাড়া ফেলতে পারেনি।
সিরিজটিতে ভূমি ও ইশান ছাড়াও অভিনয় করেছেন জিনত আমন, নোরা ফাতেহি, সাক্ষী তনওয়ার, মিলিন্দ সোমান, দিনো মোরিয়া ও চাঙ্কি পান্ডে।
পূর্ববর্তী কাজ ও প্রশংসা
এর আগে ভূমি পেডনেকরকে দেখা গেছে ‘মেরে হাজব্যান্ড কি বিবি’ ও ‘ভক্ষক’ সিনেমায়। বিশেষ করে ‘ভক্ষক’-এ তার অভিনয় প্রশংসিত হয়েছিল। কিন্তু নতুন সিরিজে তার ঠোঁট নিয়ে ট্রল হওয়ায় অনেকটাই ক্ষুব্ধ ভূমি।
মন্তব্য করুন