গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বজ্রপাতে গরুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
শনিবার(১৭ মে) সকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারী গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক জাহিদুল মিয়া (৪৮) ওই ইউনিয়নের কাতলামারী গ্রামের বাসিন্দা৷ গরুটির বর্তমান বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকা।
স্থানীয় সূত্রে জানা যায়, “সকালে কৃষক জাহিদুল মিয়া কাতলামারী গ্রামের মুন্সীর হাটে অফদা বাধ এলাকায় ঘাস খাওয়ার জন্য গরুটিকে রেখে আসেন। হঠাৎ বৃষ্টি শুরু হয়। বৃষ্টির পাশাপাশি বজ্রপাত শুরু হলে গরুটি ঘটনাস্থলেই মারা যায়।বৃষ্টি শেষে গরুর মালিক মাঠে গিয়ে গরু টিকে মৃত দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন।“
কৃষক জাহিদুল মিয়া বলেন, “বৃষ্টি শেষ হলে গরু আনতে যাই। গিয়ে দেখি বজ্রপাতে আমার গরুটি মারা গেছে। আমি কৃষি কাজ করে সংসার চালাই পাশাপাশি গরুটি লালন পালন করছিলাম।আমার বড় ধরনের ক্ষতি হয়ে গেলো।“
স্থানীয় বাসিন্দা রহমান মিয়া বলেন, “দরিদ্র কৃষকের বড় ধরনের ক্ষতি হয়ে গেল। গরুটির আনুমানিক মূল্য লাখ টাকা। তিনি ক্ষতিগ্রস্ত কৃষককে সরকারের পক্ষ থেকে সহযোগিতার দাবি জানান।‘’
এ বিষয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম খুশি বলেন, “বিষয়টি শুনেছি, খুবই দুঃখজনক।গরুটি মারা যাওয়ায় কৃষক জাহিদুলের অপূরণীয় ক্ষতি হয়ে গেল।‘’
মন্তব্য করুন