জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর জীবনে এখন যেন একের পর এক সুখবরের ফুলঝুরি। কদিন আগেই সম্পন্ন হয়েছে তার বিয়ে। এর মাঝেই অভিনয়জীবনে আসছে নানা অর্জন আর স্বীকৃতি।
নাটকে দীর্ঘদিন দাপটের সঙ্গে কাজ করে দর্শকপ্রিয়তা অর্জনের পর এবার চলচ্চিত্র জগতে নিজের অবস্থান শক্ত করছেন এই অভিনেত্রী। গত বছর ‘সাবা’ সিনেমার মধ্য দিয়ে তার সিনেমায় অভিষেক হলেও এটি এখনও মুক্তির অপেক্ষায়। তবে ইতোমধ্যেই তার দ্বিতীয় সিনেমা ‘প্রিয় মালতী’ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এবং বেশ সাড়া ফেলেছে।
সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত ‘প্রিয় মালতী’ পরিচালনা করেছেন শঙ্খ দাশগুপ্ত। মুক্তির পর সিনেমাটি শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও প্রশংসিত হচ্ছে। কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অফিসিয়ালি প্রদর্শিত হয়েছে ছবিটি।
সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য এসেছে সম্প্রতি। লন্ডন বাঙালি চলচ্চিত্র উৎসবের অষ্টম আসরে ‘প্রিয় মালতী’ জিতেছে দর্শকসেরা পুরস্কার। এই অর্জনে উচ্ছ্বসিত মেহজাবীন নিজের অনুভূতি জানিয়েছেন সামাজিক মাধ্যমে। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন, এই স্বীকৃতি তাকে আরও অনুপ্রাণিত করেছে।
এদিকে ক্যারিয়ারের তৃতীয় সিনেমার ঘোষণাও আসছে শিগগিরই বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। সব মিলিয়ে বলা যায়, অভিনয়ে এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন মেহজাবীন, যেখানে তার ‘বৃহস্পতি এখন তুঙ্গে’।
মন্তব্য করুন