RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
৭ মে ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন

পাকিস্তানে নিহত বেড়ে ২৬, প্রাণ হারিয়েছেন নারী-শিশুরাও

ছবি : সংগৃহীত

পাকিস্তানের আজাদ কাশ্মিরসহ দেশটির কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। মধ্যরাতে দেশটির মোট নয়টি জায়গায় চালানো এই হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে।

এমনকি বর্বর এই হামলায় প্রাণ হারিয়েছেন নারী ও শিশুরাও। আহত হয়েছেন আরও ৪৬ জন। বুধবার (৭ মে) এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

সংবাদমাধ্যমটি বলছে, বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ জানিয়েছেন, ভারতের সাম্প্রতিক হামলায় ৬টি এলাকায় মোট ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং ৪৬ জন আহত হয়েছেন।

তিনি জানান, বাহাওয়ালপুরের আহমেদপুর ইস্ট এলাকায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে, সেখানে ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন তিন বছরের মেয়ে শিশু, সাতজন নারী এবং চারজন পুরুষ রয়েছেন। সেখানে আহত হয়েছেন ৩৭ জন, যাদের মধ্যে ৯ জন নারী এবং ২৮ জন পুরুষ।

তিনি আরও বলেন, মুজাফফরাবাদের কাছে বিলাল মসজিদে হামলায় তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন এক মেয়ে ও এক ছেলে। কোটলিতে আব্বাস মসজিদে হামলায় ১৬ বছর বয়সী এক মেয়ে ও ১৮ বছর বয়সী এক ছেলে নিহত হয়েছেন এবং এক মা ও তার মেয়ে আহত হয়েছেন।

পাঞ্জাবের মুরিদকে এলাকায় উম্মালকুরা মসজিদে হামলায় তিনজন পুরুষ নিহত হয়েছেন এবং একজন আহত হয়েছেন বলে জানান পাকিস্তানের সেনাবাহিনীর এই মুখপাত্র।

তিনি বলেন, সিয়ালকোট ও শাকরগড়ের হামলাগুলোতে কোনও প্রাণহানি হয়নি, তবে শাকরগড়ে একটি ডিসপেনসারি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও জানান, লাইন অব কন্ট্রোলে (এলওসি) ভারতীয় সেনাবাহিনীর গুলিতে পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন পাঁচ বছর বয়সী শিশু।

জেনারেল আহমেদ শরীফ অভিযোগ করেন, “ভারত মসজিদসহ ধর্মীয় স্থাপনাগুলোকে হামলার লক্ষ্যবস্তু করেছে, যা মোদি সরকারের ‘হিন্দুত্ববাদী’ মানসিকতার পরিচয় বহন করে। এই (মোদির) সরকার সংখ্যালঘুদের, বিশেষ করে মুসলমানদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে।”

এদিকে ভারত পাকিস্তানের অভ্যন্তরে একাধিক হামলা চালানোর পর পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে বলে পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী নিশ্চিত করেছেন।

তিনি উল্লেখ করেছেন, সমস্ত ভারতীয় বিমান তাদের আকাশসীমায় গুলি করে ভূপাতিত করা হয়েছে।

পাকিস্তানের এই প্রধান সামরিক মুখপাত্রের মতে, কাশ্মিরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর বর্তমানে তীব্র গুলি বিনিময় চলছে। তিনি আরও নিশ্চিত করেছেন, পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) সমস্ত বিমান নিরাপদ রয়েছে।

এদিকে পাকিস্তানের বেশ কয়েকটি নিরাপত্তা সূত্র জিও নিউজকে জানিয়েছে, পাকিস্তানের হামলায় ভূপাতিত ভারতীয় বিমানগুলোর মধ্যে তিনটি রাফাল ফাইটার জেট, একটি মিগ-২৯ এবং একটি এসইউ-৩০ যুদ্ধবিমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আকাশসীমা খুলে দিল পাকিস্তান

যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা পাকিস্তানের

ইসরাইলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৫২,৮১০

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: কার্যকর সময় ও বিস্তারিত

ভারত-পাকিস্তান সংঘর্ষ: সৌদি পররাষ্ট্রমন্ত্রীর কূটনৈতিক প্রচেষ্টা

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি: ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের সময়সূচি ঘোষণা

ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে মিডিয়াকে ‘সার্কাস’ বললেন সোনাক্ষী

ঈদের এক মাস আগেই মসলার বাজারে আগুন

অল্প উপকরণ দিয়ে বাড়িতেই বানান আইসক্রিম

৪৮ দল নিয়ে নারী বিশ্বকাপের অনুমোদন দিল ফিফা

১০

বরেণ্য সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী আর নেই

১১

পাকিস্তান ছেড়ে দেশে ফিরছেন রিশাদ ও নাহিদ

১২

ভারতের এস-৪০০ ধ্বংসের দাবি পাকিস্তানের

১৩

পাকিস্তানের হামলায় কাশ্মীরের জেলা কমিশনার নিহত

১৪

সাবেক এমপি সেলিনা ইসলাম গ্রেপ্তার

১৫

ভারত-পাকিস্তান উত্তেজনা, আইপিএলের বাকি অংশ ইংল্যান্ডে!

১৬

সারা দেশের মহাসড়কে ব্লকেড না দেওয়ার আহ্বান হাসনাতের

১৭

তিন দফা দাবিতে ‘শাহবাগ ব্লকেড’, বিকেলে গণজমায়েত

১৮

ভারতে পাল্টা হামলা শুরু করেছে পাকিস্তান

১৯

আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে রংপুরে বিক্ষোভ

২০