ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের সামরিক আক্রমণে গত ২৪ ঘণ্টায় আরও ৫১ জন নিহত হয়েছেন। এ সময় শতাধিক মানুষ আহত হয়েছেন। এ নিয়ে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ৩৬৫ জনে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক অভিযানে এখন পর্যন্ত ১ লাখ ১৭ হাজার ৯০৫ জন আহত হয়েছেন। গত একদিনে নতুন করে আহত হয়েছেন ১১৩ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, উদ্ধারকারী দলগুলোর পৌঁছানো সম্ভব হয়নি এমন অনেক লাশ এখনও ধ্বংসস্তূপ ও রাস্তায় পড়ে রয়েছে।
ইসরায়েল ১৮ মার্চ থেকে গাজায় ব্যাপক হামলা তীব্র করে। এর মধ্যে তারা ২ হাজার ২৭৩ জনকে হত্যা এবং ৫ হাজার ৮০০ জনকে আহত করেছে, যদিও জানুয়ারিতে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর ছিল।
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গত নভেম্বরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়া, আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা চলছে।
মন্তব্য করুন