বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বিতর্কে তিনটি শব্দ কেন্দ্রীয় হয়ে উঠেছে: সংস্কার, বিচার ও নির্বাচন। এগুলো আলাদা নয়, বরং একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত।
সংস্কার ছাড়া নির্বাচন অসম্পূর্ণ
দুর্নীতি, দলীয়করণ ও জবাবদিহিতার অভাবের কারণে রাষ্ট্রীয় কাঠামো ভঙ্গুর। নির্বাচন কমিশনের স্বাধীনতা, প্রশাসনের নিরপেক্ষতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত না করলে নির্বাচন শুধু পুরনো সংকটই পুনরাবৃত্তি করবে।
বিচার ছাড়া সংস্কার অর্থহীন
রাজনৈতিক সহিংসতা, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের বিচার না হলে জনগণের আস্থা ফিরবে না। ন্যায়বিচার প্রতিষ্ঠা নতুন রাজনৈতিক ভিত্তি তৈরি করতে পারে।
নির্বাচন ছাড়া গণতন্ত্র অসম্ভব
অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন গণতন্ত্রের মূল ভিত্তি। তবে এর জন্য প্রয়োজন সংস্কার ও বিচার প্রক্রিয়ার পূর্ণতা।
সমন্বিত সমাধান
বাংলাদেশের জন্য কোনোটিকেই বাদ দেওয়া যায় না। প্রয়োজন একটি সমন্বিত রোডম্যাপ, যেখানে সংস্কার, বিচার ও নির্বাচন—তিনটিকেই সমান্তরালভাবে এগিয়ে নেওয়া হবে। শুধু তখনই টেকসই গণতন্ত্র ও স্থিতিশীলতা অর্জন সম্ভব।
মন্তব্য করুন