আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের (প্যাকেজ-৭) আওতায় ভারত থেকে ৩৬ হাজার ১০০ মেট্রিক টন সিদ্ধ চাল চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। এই চাল বহনকারী জাহাজ ‘এমভি ফ্রোসো কে’ শনিবার বন্দরে ভিড়ে—এ তথ্য নিশ্চিত করেছে খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ইমদাদ ইসলাম।
খাদ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারত থেকে মোট ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে ৯টি প্যাকেজের মাধ্যমে ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির জন্য ইতোমধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৩ লাখ ১৭ হাজার ৬১৯ মেট্রিক টন চাল দেশে এসে পৌঁছেছে।
বিবৃতিতে আরও বলা হয়, নতুন আসা চালের নমুনা পরীক্ষার কাজ শেষ হয়েছে এবং খুব শিগগিরই খালাস কার্যক্রম শুরু হবে। চাল খালাসের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন