RCTV Logo ডেস্ক রিপোর্ট
১৬ মার্চ ২০২৫, ৩:২৪ অপরাহ্ন

জুলাই বিপ্লবের শহীদ-আহত পরিবারের পাশে দাঁড়াবে জিয়া ফাউন্ডেশন

ছবিঃ সংগৃহীত

জুলাই বিপ্লবে শহীদ ও আহত সাড়ে আটশত পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। আগামী ১৮ মার্চ থেকে ফাউন্ডেশন শহীদ ও আহত পরিবারের সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শুরু করবে। ঈদ উপলক্ষে এই উদ্যোগের আওতায়, ফাউন্ডেশন শহীদ ও আহত পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার হিসেবে বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হবে।

রোববার (১৬ মার্চ) জাতীয় প্রেসক্লাবে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানিয়ে বলেন, ‘শহীদ ও আহত সাড়ে আটশত পরিবারের সদস্যদের হাতে ঈদ সামগ্রী পৌঁছে দিতে এই কার্যক্রম শুরু হবে। আমরা শহীদ পরিবারের তথ্য সংগ্রহ করছি এবং দ্রুতই তাদের কাছে পৌঁছানোর প্রস্তুতি নিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘যারা শহীদ হয়েছেন, তাদের কখনো ভুলে যাওয়ার মতো নয়। তাদের আত্মদান ও সংগ্রামের কারণে আজকের বাংলাদেশ গঠিত হয়েছে। একইভাবে, যারা আহত হয়ে এখনো চিকিৎসাধীন, তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। কিছু ক্ষত নিরাময় হয় না, কিন্তু আমরা তাদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি এবং তাদের চিকিৎসায় সহায়তা প্রদান করছি।’

ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদ ও আহতদের চিকিৎসা সহায়তার জন্য ইতিমধ্যে চিকিৎসকরা কাজ শুরু করেছেন এবং ভবিষ্যতেও তাদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হবে। ফাউন্ডেশনের সদস্যরা নিয়মিত শহীদ ও আহত পরিবারের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।

ডা. ফরহাদ হালিম ডোনার আরও বলেন, ‘যদিও আগামী ঈদ মুসলিমদের সবচেয়ে বড় উৎসব, তবে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে শহীদ ও আহতদের পরিবারকে সহায়তা করা। আমরা জানি, তাদের জন্য এই ঈদ আনন্দের চেয়ে বেদনার সময় হয়ে থাকবে। কিন্তু আমরা চাই, তাদের পাশে দাঁড়িয়ে তাদের কিছুটা হলেও আনন্দ ফিরিয়ে আনতে।’

তিনি ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রমের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, ‘আমাদের ফাউন্ডেশন সরকারের সহায়তায় নয়, সদস্যদের অনুদান এবং চাঁদার মাধ্যমে সব কার্যক্রম পরিচালনা করে থাকে। সম্প্রতি ফেনী অঞ্চলের ভয়াবহ বন্যার সময়ও ফাউন্ডেশন স্থানীয়দের ত্রাণ এবং চিকিৎসা সামগ্রী সরবরাহ করেছে। আমরা ভবিষ্যতেও যেকোনো বিপদে-আপদে জনগণের পাশে দাঁড়াতে দৃঢ় প্রতিজ্ঞ।’

ফাউন্ডেশন আরও জানায়, তারা যেকোনো দুর্যোগ-সংকটে, বিপদে-আপদে জনগণের পাশে দাঁড়ানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত। এই উদ্যোগের মাধ্যমে ফাউন্ডেশন তার মানবিক কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চায় এবং শহীদ ও আহত পরিবারগুলোর জন্য সহানুভূতি প্রদর্শন করবে।

সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের পরিচালক ও ঈদ সামগ্রী বিতরণ উদ্যোগের সদস্য সচিব ডা. মোস্তফা আজিজ সুমন, পরিচালক প্রফেসর মোর্শেদ হাসান খান, ডা. সৈয়দা তাজনিন ওয়ারিস সিমকী, ডা. শাহ মো. আমান উল্লাহ, ডা. আবুল হাসনাত মো. শামীম, ডা. শেখ মনিরুদ্দিন জুয়েল, আমিরুল ইসলাম কাগজী ও সাঈদ খানসহ ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচনায় সন্তুষ্ট নয়, আন্দোলন কঠোর করার ঘোষণা কারিগরি শিক্ষার্থীদের

হামাসকে কৃতজ্ঞতা জানালেন পুতিন, কিন্তু কেন?

ছেড়ে যাওয়ার ক্ষণ গুনছেন আনচেলত্তি

গাজায় নতুন করে ইসরাইলি আগ্রাসনে বাস্তুচ্যুত আরও ৫ লাখ ফিলিস্তিনি

শাহরুখপত্নী গৌরীর রেস্তোরাঁয় ‘নকল পনির’? ইউটিউবারের অভিযোগে চাঞ্চল্য

ইতালি সফরে যাচ্ছেন এরদোগান, আলোচনা হবে যেসব বিষয়ে

কীভাবে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার শিশুদের খাদ্যে যোগ করবেন, জেনে নিন

হোয়াটসঅ্যাপে দেওয়া যাবে ৯০ সেকেন্ডের ভিডিও স্ট্যাটাস

পরমাণু কর্মসূচি ‘সম্পূর্ণভাবে বন্ধের’ আহ্বান, ট্রাম্প প্রশাসনের সমালোচনায় ইরান

বাংলাদেশ-পাকিস্তান সচিব পর্যায়ের বৈঠক শুরু

১০

আল-আকসায় ইহুদি উপাসকের রেকর্ড সংখ্যক প্রবেশ: উত্তেজনা বাড়ছে

১১

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১২

রিয়াল মাদ্রিদ কামব্যাকের গল্প ভুলিয়ে সেমিতে আর্সেনাল

১৩

গাজায় ইসরায়েলের নতুন যুদ্ধবিরতি প্রস্তাবের শর্তগুলো

১৪

রিশাদের বোলিং নৈপুণ্যে পিএসএলে ৯ বছর পর ফিরল এক ঐতিহাসিক কীর্তি

১৫

২০২৮ অলিম্পিকে ক্রিকেটের মঞ্চ পোমোনা ফেয়ারগ্রাউন্ড

১৬

অর্থ পাচারের দায়ে পেরুর সাবেক প্রেসিডেন্ট ও স্ত্রীর ১৫ বছরের কারাদণ্ড

১৭

ঢাকায় এক হাজার আহত ফিলিস্তিনির বিনামূল্যে চিকিৎসা

১৮

🏛️ হার্ভার্ডকে ‘ক্ষমা চাইতে হবে’, হুমকি ট্রাম্পের — শিক্ষা প্রতিষ্ঠানের স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্রে উত্তেজনা

১৯

হার্টের বন্ধু কাঁচকলা: প্রতিদিন খান, সুস্থ থাকুন

২০