দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিচ্ছেদের তিন বছর পর নতুন জীবনে পা রেখেছেন অভিনেতা নাগা চৈতন্য। শোভিতা ধুলিপালার সঙ্গে তার সম্পর্ক নিয়ে নেটদুনিয়ায় চলছে নানা আলোচনা। পাশাপাশি সামান্থার ব্যক্তিগত জীবন নিয়েও গুঞ্জন ছড়িয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নাগা চৈতন্য সাবেক স্ত্রী সামান্থার সঙ্গে তার সম্পর্কের সমাপ্তির বিষয়ে কথা বলেন। তিনি জানান, তাদের বিচ্ছেদ হয়েছে পারস্পরিক সম্মতিতে। পাশাপাশি তিনি দাবি করেন, যেমন তিনি শোভিতার মধ্যে ভালোবাসা খুঁজে পেয়েছেন, তেমনই সামান্থাও নাকি নতুন প্রেমে পড়েছেন।
কিন্তু নাগার এই মন্তব্য মোটেও ভালোভাবে নেননি সামান্থা। সাবেক স্বামীর কথার জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন,
“মানুষ হয়ে ওঠা একটি প্রক্রিয়া। কিছুই পূর্বনির্ধারিত নয়। একজন মানুষের হাতে থাকে তার নিজের ভবিষ্যৎ গড়ার ক্ষমতা।”
সামান্থার এই মন্তব্যকে সরাসরি নাগা চৈতন্যকে উদ্দেশ্য করেই দেওয়া হয়েছে বলে মনে করছেন অনেকে।
নাগার মন্তব্য সামনে আসার পরই নতুন গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, সামান্থার নাকি পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে সম্পর্ক রয়েছে! কারণ, বিচ্ছেদের পর থেকে তিনি রাজের সঙ্গে একের পর এক সিনেমায় কাজ করছেন। যদিও সামান্থা এই বিষয়ে কখনো প্রকাশ্যে কিছু বলেননি।
নাগার মতে,
“আমরা দুজনেই আমাদের আলাদা পথ বেছে নিয়েছি। ব্যক্তিগত কারণেই এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল এবং নিজেদের মতো করে জীবন কাটাচ্ছি। এর বাইরে আর কিছু বলার নেই।”
তবে সামান্থার কড়া জবাবের পর নাগা চৈতন্য নতুন করে কোনো প্রতিক্রিয়া জানাবেন কি না, তা এখনো দেখার বিষয়। তাদের ভক্তরাও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন।
মন্তব্য করুন