নানা প্রতিকূলতা পেরিয়ে ২০২৪ সালের জুন মাসে দীর্ঘদিনের প্রেমিক জহির ইকবালকে বিয়ে করেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তবে এই বিয়ে সহজ ছিল না। ভিন্নধর্মের হওয়ায় শুরু থেকেই নানা বিতর্কের মুখে পড়তে হয়েছিল তাকে। শোনা যায়, প্রথমে সিনহা পরিবারও এই সম্পর্কে আপত্তি জানিয়েছিল। তবে সব বাধা অতিক্রম করেই বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনাক্ষী ও জহির।
একটি ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে তাদের বিয়ে সম্পন্ন হয়, যেখানে কোনো ধর্মীয় আচার-অনুষ্ঠান ছিল না। তবে পরবর্তী সময়ে নবদম্পতি বিশেষ প্রীতিভোজের আয়োজন করেছিলেন।
কিন্তু বিয়ের এক বছরও পূর্ণ হয়নি, এরই মধ্যে মুম্বাইয়ের অভিজাত এলাকা বান্দ্রায় নিজের বিলাসবহুল ফ্ল্যাটটি বিক্রি করতে হলো সোনাক্ষীকে। এই খবর প্রকাশ্যে আসতেই বলিউড মহলে শুরু হয়েছে নানা গুঞ্জন।
বান্দ্রার কুরলা কমপ্লেক্সে ৪,২২১ বর্গফুট আয়তনের ওই ফ্ল্যাটটি সোনাক্ষী নিজের মনের মতো করে সাজিয়েছিলেন। তার শোভাকর ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছিল। তবে শেষ পর্যন্ত ২২.৫০ কোটি টাকায় ফ্ল্যাটটি বিক্রি করে দিয়েছেন তিনি। যদিও এতে কোনো আর্থিক ক্ষতি হয়নি অভিনেত্রীর; বরং জানা গেছে, যে দামে তিনি এটি কিনেছিলেন, তার চেয়ে ৬১% বেশি দামে বিক্রি করেছেন।
ফ্ল্যাটটিতে চারটি শয়নকক্ষ ও তিনটি গাড়ি রাখার ব্যবস্থা ছিল। তবে চিন্তার কিছু নেই—এই একই আবাসনে সোনাক্ষীর আরও একটি ফ্ল্যাট রয়েছে, যেখানে তিনি থাকতে পারেন।
উল্লেখ্য, মুম্বাইয়ের বান্দ্রা এলাকা বহু বলিউড তারকার প্রিয় আবাসস্থল। এখানেই বসবাস করেন শাহরুখ খান, সালমান খান, আমির খান, রণবীর কাপুর, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, তৃপ্তি ডিমরি, সঞ্জয় দত্তসহ আরও অনেকে। শুধু তারকারাই নয়, বহু শিল্পপতি ও ব্যবসায়ীরও বিলাসবহুল বাড়ি রয়েছে এই এলাকায়।
মন্তব্য করুন