আরসিটিভি ডেস্ক 

চট্টগ্রামের মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে তিন বছরের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২১ জানুয়ারি) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম নূর আবদুল্লাহ। সে একই গ্রামের নুরুল আলম রাসেলের ছেলে।
নিহতের পরিবারের অভিযোগ, প্রতিবেশী দ্বীন ইসলামের সঙ্গে জমি নিয়ে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তাদের বাড়ির পাশের জায়গায় ঘর নির্মাণ নিয়েই মূলত এ বিরোধ। এ ঘটনায় শিশুটির পরিবার আদালতে মামলাও করেছিলেন। পরে এ জায়গায় ঘর নির্মাণের বিষয়ে নিষেধাজ্ঞা দেন আদালত। এ নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়।
নিহত শিশুর দাদা মোস্তফা ভূঁইয়া বলেন, দ্বীন ইসলামরা প্রথমে আমার স্ত্রীকে মারধর করেছে, এরপর সে যখন ছুটে চলে যায়, তখন আমার নাতি দাদির কাছে আসতেছিল। তারপর দ্বীন ইসলাম আছাড় দিয়ে আমার নাতিকে মেরে ফেলছে।’
নিহতের দাদি জ্যোৎস্না আরা বেগম অভিযোগ করে বলেন, দ্বীন ইসলামের সঙ্গে তাদের প্রায় ১৫ বছর ধরে বিরোধ চলে আসছে। বুধবার জায়গা নিয়ে ঝগড়ার সময় দ্বীন ইসলাম এক পর্যায়ের আবদুল্লাহকে সামনে পেয়ে আছাড় দেয়। আছাড় দেওয়ার পর আবদুল্লাহকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে প্রতিপক্ষের দাবি, শিশু আব্দুল্লাহর দাদা ঝগড়ার সময় নিজ নাতিকে না চিনে আছাড় দিলে শিশুটি মারা যান।
থানা পুলিশের হাতে আটক হওয়া প্রতিপক্ষ মাহফুজের স্ত্রী আয়েশা আক্তার বলেন, দুই পরিবার ঝগড়া লাগার পর শিশু আব্দুল্লাহর দাদি চিৎকার করে বলছে, নাতিকে মেরে ফেলছে। পরে পুলিশ এসে আমার স্বামী মাহফুজ, শাশুড়ি রহিমা বেগম ও প্রতিবেশী বাদশাকে নিয়ে গেছেন। আমরা কেউ ঘটনার সময় ছিলামও না।
জোরারগঞ্জ থানার ওসি কাজী নাজমুল হক বলেন, জমির বিরোধে শিশু আবদুল্লাহ হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন