কুয়াশা ভেদ করে গগণ চিরে সূর্য উঁকি দেয়ায় শীত কিছুটা কমেছে। তবে থেমে নেই রাজধানীর বায়ুদূষণ। শুষ্ক আবহাওয়ায় ক্রমেই যেন তা বাড়ছে।
বুধবার (২৯ জানুয়ারি) বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ ৩ নম্বরে উঠে এসেছে ঢাকা। সকাল ১০টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা যায়।
আইকিউএয়ার বাতাসের মান নিয়ে লাইভ বা তাৎক্ষণিক সূচক প্রকাশ করে। যা একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়ার পাশাপাশি সতর্ক করে। বুধবার সকাল ১০টায় আইকিউএয়ার সূচকে সবার ওপরে আছে ভারতের দিল্লি।
শহরটির বাতাসের মানের স্কোর ৪৯৯। বাতাসের এই মান নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। পাশাপাশি বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ দুই নম্বরে আছে চীনের চেংডু। শহরটির বাতাসের মানের স্কোর ৪২১। বাতাসের এই মানও নাগরিকদের জন্য ‘ঝুঁকিপূর্ণ’।
মন্তব্য করুন