রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল (মিটফোর্ড) এলাকার সামনে প্রকাশ্যে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় র্যাব অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে।
শনিবার সকালে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বাহিনীর মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান এই তথ্য জানান।
তিনি জানান, গত ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে ভাঙারি ব্যবসায়ী মো. সোহাগ ওরফে লাল চাঁদকে মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করা হয়। নিহত সোহাগের বড় বোন এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পর র্যাব গোয়েন্দা নজরদারি বাড়িয়ে ছায়া তদন্ত শুরু করে। সেই ধারাবাহিকতায় ১১ জুলাই রাজধানীর কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ৪ নম্বর এজাহারভুক্ত আসামি আলমগীর (২৮) ও ৫ নম্বর আসামি মনির ওরফে লম্বা মনিরকে (৩২) গ্রেপ্তার করা হয়।
তদন্তের অগ্রগতি প্রসঙ্গে র্যাব ডিজি বলেন, “ঘটনার মূল তদন্তের দায়িত্বে রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আমরা তাদেরকে ছায়া তদন্তের মাধ্যমে সহায়তা করছি। এখনো আমাদের তদন্ত চূড়ান্ত ফলাফলে পৌঁছায়নি। অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”
তিনি আরও জানান, “যেহেতু মূল তদন্তের দায়িত্ব ডিএমপির, তাই এই মামলার প্রকৃত অগ্রগতি ও জড়িতদের বিষয়ে তারাই বিস্তারিত জানাতে পারবে।”
মিটফোর্ড এলাকায় দিনদুপুরে এ ধরনের প্রকাশ্য হত্যাকাণ্ড ঘিরে স্থানীয়দের মাঝে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। তবে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
মন্তব্য করুন