ভারতের বিমান হামলার জবাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) জরুরি বৈঠক ডেকেছেন। বুধবার (৭ মে) সকাল ১০টায় এই সভা অনুষ্ঠিত হবে বলে দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার নিশ্চিত করেছেন।
গতকাল মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে ভারত পাকিস্তানের আজাদ কাশ্মীর ও অন্যান্য এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। নয়টি স্থানে এই হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় ২৬ জন ভারতীয় সেনা নিহত হওয়ার প্রতিশোধ হিসেবেই এই অভিযান চালানো হয়েছে।
এদিকে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভারতের এই “স্পষ্ট আগ্রাসন ও আন্তর্জাতিক শান্তির জন্য হুমকি” সম্পর্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অবহিত করা হয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার অধিকার বজায় রেখে পাকিস্তান “প্রয়োজনীয় ও উপযুক্ত সময়ে” এই হামলার জবাব দেবে।
বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৈঠকে পাকিস্তানের পরবর্তী কূটনৈতিক ও সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনা হতে পারে।
মন্তব্য করুন