বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রধান অর্থ কর্মকর্তা (CFO) মো. সরফরাজ হাসান সিদ্দিকী পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র গ্রহণ করেছে বাফুফে, যা ১০ এপ্রিল থেকে কার্যকর হবে। তবে দায়িত্ব হস্তান্তর নিশ্চিত করতে তিনি আরও তিন মাস ফেডারেশনের সঙ্গে থাকবেন।
প্রশাসনিক কাঠামোয় সাধারণ সম্পাদকের পরেই রয়েছে সিএফওর অবস্থান। এই দুই পদে—বিদেশি কোচিং স্টাফ বাদে—বাফুফের মাসিক খরচ প্রায় আট লাখ টাকা।
সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে ২০২৩ সালের ১৪ এপ্রিল ফিফা কর্তৃক নিষিদ্ধ ঘোষণার পর থেকেই বাফুফে আর্থিক শৃঙ্খলা ও প্রশাসনে অস্থিরতা দেখছে।
এরপর গঠিত হয় একটি তদন্ত কমিটি, আর সে সময়েই তৎকালীন সিএফও আবু হোসেন পদত্যাগ করেন। তার স্থলাভিষিক্ত হন সরফরাজ হাসান, যাকে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন নিয়োগ দেন।
বাফুফের আর্থিক প্রেক্ষাপট
মাসিক ব্যয়: ৪-৫ কোটি টাকা
বাৎসরিক ব্যয়: প্রায় ৫০-৬০ কোটি টাকা
CFO পদের জন্য খরচ: মাসে প্রায় ৪ লাখ টাকা
তুলনায় দেশের অন্য শীর্ষ ক্রীড়া সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বছরে ২০০ কোটি টাকার লেনদেন করলেও এখনও CFO নিয়োগ দেয়নি। অথচ বাফুফের গঠনতন্ত্রে CFO নিয়োগের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।
মন্তব্য করুন