RCTV Logo আরসিটিভি ডেস্ক
৭ ফেব্রুয়ারী ২০২৫, ৯:৪৩ অপরাহ্ন

কৃত্রিম সংকটে বাজারে মিলছে না সয়াবিন তেল, ক্ষুব্ধ ভোক্তারা

ছবি: সংগৃহিত

রাজধানীর বাজারগুলোতে প্রতি সপ্তাহে সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। ফলে শুক্রবার ছুটির দিনে খুচরা বাজার ও পাড়া-মহল্লার মুদি দোকানগুলোতে তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভোক্তারা। অনেকে বাধ্য হয়ে সয়াবিনের পরিবর্তে সরিষার তেল কিনে বাড়ি ফিরেছেন।

বিক্রির জন্য তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিক্রেতারাও। গত দুই মাস ধরে চাহিদার তুলনায় সরবরাহ কম পাওয়া গেলেও সম্প্রতি কোম্পানিগুলো ৮-১০টি অতিরিক্ত পণ্য নিতে বাধ্য করছে ব্যবসায়ীদের, অন্যথায় তেল সরবরাহ করা হচ্ছে না। এতে খুচরা বাজারে সয়াবিন তেলের সংকট আরও প্রকট হয়েছে, ফলে বিড়ম্বনায় পড়ছেন ভোক্তারা।

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি

রাজধানীর বেশিরভাগ বাজারে সয়াবিন তেলের সংকট থাকলেও কিছু দোকানে তা মিলছে, তবে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। এমনকি বোতলজাত তেলের গায়ের মূল্য মুছে ফেলা হয়েছে।

বাজার ঘুরে দেখা গেছে, লিটারপ্রতি সয়াবিন তেলের দাম সর্বোচ্চ ২০০ টাকায় পৌঁছেছে, যেখানে সরকার নির্ধারিত মূল্য ১৭৫ টাকা।

বাজারে তেল নেই, বাধ্য হয়ে সরিষার তেল নিচ্ছেন ক্রেতারা

শুক্রবার রাজধানীর নয়াবাজার, রায় সাহেব বাজার ও বনশ্রী এলাকার বেশ কয়েকটি মুদি দোকানে সয়াবিন তেল কিনতে গিয়ে ক্রেতারা হতাশ হয়েছেন।

বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মো. শামীম হাওলাদার নয়াবাজারে তেল কিনতে গিয়ে প্রথম দোকান থেকে এক লিটারের বোতল চান। কিন্তু দোকানি জানান, এক লিটারের বোতল নেই, পাঁচ লিটারের বোতল নিতে হবে। পরে আরেক দোকানে গেলে সেখানে বলা হয়, তেল কিছুক্ষণ আগেই শেষ হয়ে গেছে।

একটি দোকানে এক লিটারের বোতল পাওয়া গেলেও মূল্য চাওয়া হয় ১৯০ টাকা। বোতলের গায়ের দাম মুছে ফেলা হয়েছে। সরকারি মূল্যের (১৭৫ টাকা) বিষয়ে জানতে চাইলে বিক্রেতা জানান, এই দামে তেল পাওয়া যাবে না।

খুচরা বিক্রেতারা জানিয়েছেন, কোম্পানিগুলো কৌশলে বাজারে সংকট তৈরি করছে। তারা ব্যবসায়ীদের ৮-১০টি অতিরিক্ত পণ্য নিতে বাধ্য করছে, না হলে সয়াবিন তেল দিচ্ছে না।

উদাহরণস্বরূপ, রূপচাঁদা ব্র্যান্ডের সয়াবিন তেল পেতে হলে সরিষার তেলের বিভিন্ন সাইজের বোতল কিনতে হচ্ছে। তীর ব্র্যান্ডের তেল নিতে হলে তাদের লবণ ও মসলা নিতে বাধ্য করা হচ্ছে। পুষ্টি কোম্পানির তেল কিনতে হলে সেই ব্র্যান্ডের আটা-ময়দা নিতে হচ্ছে। সান ব্র্যান্ডের তেল কিনতে চাইলে তাদের লবণসহ অন্যান্য পণ্য নিতে হচ্ছে।

ফলে অনেক খুচরা বিক্রেতা তেল কেনা বন্ধ রেখেছেন, যার ফলে বাজারে সংকট আরও বেড়েছে।

বাজারে শীতকালীন সবজির দাম কিছুটা সহনীয় হলেও মাছ ও মাংসের দাম বেশ চড়া।

সবজির দাম:

  • মুলা – ৩০ টাকা/কেজি
  • শিম – বিচিসহ ৪০ টাকা/কেজি, বিচি ছাড়া ৩০ টাকা/কেজি
  • মিষ্টি কুমড়া – ৪০ টাকা/কেজি
  • বেগুন – লম্বা ৪০ টাকা/কেজি, গোল ৫০ টাকা/কেজি
  • শালগম – ৩০ টাকা/কেজি
  • ফুলকপি ও বাঁধাকপি – ২০-৩০ টাকা/পিস
  • শসা – ৪০ টাকা/কেজি
  • গাজর – ৫০ টাকা/কেজি
  • আলু – ৩০ টাকা/কেজি
  • কাঁচামরিচ – ৮০ টাকা/কেজি
  • ঝিঙা – ৫০-৬০ টাকা/কেজি
  • পেঁপে – ৫০ টাকা/কেজি
  • করলা – ৫০-৬০ টাকা/কেজি
  • লেবু – ৩০ টাকা/হালি
  • লাউ – ৫০-৭০ টাকা/পিস
  • দেশি পেঁয়াজ – ৫০-৬০ টাকা/কেজি

মাছ ও মাংসের দাম:

  • ব্রয়লার মুরগি – ২০০-২২০ টাকা/কেজি
  • সোনালি মুরগি – ৩৩০-৩৫০ টাকা/কেজি
  • গরুর মাংস – ৭৫০-৮০০ টাকা/কেজি
  • ফার্মের ডিম – ১৩০-১৩৫ টাকা/ডজন
  • পাঙাস – ২০০-২২০ টাকা/কেজি
  • কই (চাষের) – ৩০০ টাকা/কেজি
  • বড় পুঁটি – ২৫০ টাকা/কেজি
  • টাকি – ৩৫০ টাকা/কেজি
  • তেলাপিয়া – ২২০-২৫০ টাকা/কেজি
  • চিংড়ি – ৮০০ টাকা/কেজি
  • শোল – ৬৫০ টাকা/কেজি
  • রুই – ৩৫০ টাকা/কেজি
  • কাতল – ৩২০-৩৫০ টাকা/কেজি
  • পাবদা – ৪০০ টাকা/কেজি
  • শিং – ৫০০ টাকা/কেজি
  • ট্যাংরা – ৪০০-৫০০ টাকা/কেজি
  • বোয়াল – ৫০০-৬০০ টাকা/কেজি

বাজারে সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি হওয়ায় ভোক্তাদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। কোম্পানিগুলোর চাপে খুচরা ব্যবসায়ীরা তেল না পেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি হওয়ায় সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। বাজারে তদারকি বাড়ানো না হলে সংকট আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ী ও ভোক্তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ পাচারকৃত অর্থ ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা চাইল

শাকিবের মন গললো, তাণ্ডবে ফিরলেন নিশো

ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে যেসব দেশ

সাহাবিদের বর্ণনায় রাসুল (সা.) এর হজ

চারদিনের সফরে জাপানে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

এটিএম আজহারুল ইসলামের খালাস ও কারামুক্তি

তাপমাত্রা কমবে, বাড়বে বৃষ্টিপাত – জানালো আবহাওয়া অফিস

প্রথমবারের মতো হাইকোর্টে বিচারক নিয়োগে গণবিজ্ঞপ্তি জারি

এনসিপির সংস্কৃতি ও প্রচার-প্রকাশনা সেল গঠন

মার্কিন শিক্ষার্থী ভিসায় নতুন বিধিনিষেধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ

১০

নয়াপল্টনে বিএনপির তিন অঙ্গসংগঠনের বড় সমাবেশ আজ

১১

ঈদুল আজহার তারিখ জানা যাবে আজ সন্ধ্যায়

১২

গাইবান্ধায় পূর্ণ কর্মবিরতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা

১৩

পীরগঞ্জে মোটরসাইকেল চোর আব্দুর রাজ্জাক আটক

১৪

বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছেন লামিনে ইয়ামাল।

১৫

৪৮৪ কোটি টাকায় ৭০ হাজার টন সার কিনবে সরকার

১৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার হ * ত্যা য় ৮ জন গ্রেপ্তার: ডিএমপি

১৭

শাকিব-রাফী জুটির ‘তাণ্ডব’: ক্যামিও চরিত্রে সিয়াম, নেই নিশো

১৮

ইউনূস সরকারের ওপর চাপ বৃদ্ধি: সরকারি কর্মচারী-শিক্ষকদের বিক্ষোভ

১৯

ভারতের মাইলফলক প্রকল্প: নিজস্ব প্রযুক্তিতে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান নির্মাণের অনুমোদন

২০