রাজধানীর বাজারগুলোতে প্রতি সপ্তাহে সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। ফলে শুক্রবার ছুটির দিনে খুচরা বাজার ও পাড়া-মহল্লার মুদি দোকানগুলোতে তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভোক্তারা। অনেকে বাধ্য হয়ে সয়াবিনের পরিবর্তে সরিষার তেল কিনে বাড়ি ফিরেছেন।
বিক্রির জন্য তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিক্রেতারাও। গত দুই মাস ধরে চাহিদার তুলনায় সরবরাহ কম পাওয়া গেলেও সম্প্রতি কোম্পানিগুলো ৮-১০টি অতিরিক্ত পণ্য নিতে বাধ্য করছে ব্যবসায়ীদের, অন্যথায় তেল সরবরাহ করা হচ্ছে না। এতে খুচরা বাজারে সয়াবিন তেলের সংকট আরও প্রকট হয়েছে, ফলে বিড়ম্বনায় পড়ছেন ভোক্তারা।
রাজধানীর বেশিরভাগ বাজারে সয়াবিন তেলের সংকট থাকলেও কিছু দোকানে তা মিলছে, তবে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। এমনকি বোতলজাত তেলের গায়ের মূল্য মুছে ফেলা হয়েছে।
বাজার ঘুরে দেখা গেছে, লিটারপ্রতি সয়াবিন তেলের দাম সর্বোচ্চ ২০০ টাকায় পৌঁছেছে, যেখানে সরকার নির্ধারিত মূল্য ১৭৫ টাকা।
শুক্রবার রাজধানীর নয়াবাজার, রায় সাহেব বাজার ও বনশ্রী এলাকার বেশ কয়েকটি মুদি দোকানে সয়াবিন তেল কিনতে গিয়ে ক্রেতারা হতাশ হয়েছেন।
বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মো. শামীম হাওলাদার নয়াবাজারে তেল কিনতে গিয়ে প্রথম দোকান থেকে এক লিটারের বোতল চান। কিন্তু দোকানি জানান, এক লিটারের বোতল নেই, পাঁচ লিটারের বোতল নিতে হবে। পরে আরেক দোকানে গেলে সেখানে বলা হয়, তেল কিছুক্ষণ আগেই শেষ হয়ে গেছে।
একটি দোকানে এক লিটারের বোতল পাওয়া গেলেও মূল্য চাওয়া হয় ১৯০ টাকা। বোতলের গায়ের দাম মুছে ফেলা হয়েছে। সরকারি মূল্যের (১৭৫ টাকা) বিষয়ে জানতে চাইলে বিক্রেতা জানান, এই দামে তেল পাওয়া যাবে না।
খুচরা বিক্রেতারা জানিয়েছেন, কোম্পানিগুলো কৌশলে বাজারে সংকট তৈরি করছে। তারা ব্যবসায়ীদের ৮-১০টি অতিরিক্ত পণ্য নিতে বাধ্য করছে, না হলে সয়াবিন তেল দিচ্ছে না।
উদাহরণস্বরূপ, রূপচাঁদা ব্র্যান্ডের সয়াবিন তেল পেতে হলে সরিষার তেলের বিভিন্ন সাইজের বোতল কিনতে হচ্ছে। তীর ব্র্যান্ডের তেল নিতে হলে তাদের লবণ ও মসলা নিতে বাধ্য করা হচ্ছে। পুষ্টি কোম্পানির তেল কিনতে হলে সেই ব্র্যান্ডের আটা-ময়দা নিতে হচ্ছে। সান ব্র্যান্ডের তেল কিনতে চাইলে তাদের লবণসহ অন্যান্য পণ্য নিতে হচ্ছে।
ফলে অনেক খুচরা বিক্রেতা তেল কেনা বন্ধ রেখেছেন, যার ফলে বাজারে সংকট আরও বেড়েছে।
বাজারে শীতকালীন সবজির দাম কিছুটা সহনীয় হলেও মাছ ও মাংসের দাম বেশ চড়া।
বাজারে সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি হওয়ায় ভোক্তাদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। কোম্পানিগুলোর চাপে খুচরা ব্যবসায়ীরা তেল না পেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি হওয়ায় সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। বাজারে তদারকি বাড়ানো না হলে সংকট আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ী ও ভোক্তারা।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.