আরসিটিভি ডেস্ক 

রাজধানীর যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ি থেকে শফিকুল ইসলাম মল্লিক (৪২) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৮ জানুয়ারি) ভোরের দিকে ফাঁড়ির ওয়াশরুমে ঝুলন্ত অবস্থায় শফিকুল ইসলামের লাশ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) কাউছার হুসাইন।
তিনি বলেন, ‘বুধবার ভোরের দিকে ফাঁড়ির ওয়াশরুমে ঝুলন্ত অবস্থায় শফিকুল ইসলামের লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য বুধবার দুপুরে লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
আত্মহত্যা উল্লেখ করে পুলিশ জানিয়েছে, এরসুনির্দিষ্ট কারণ জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন
মন্তব্য করুন