স্পোর্টস ডেস্ক 

রোমানিয়ার পশ্চিমাঞ্চলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মঙ্গলবার গ্রিক দল পিএওকে সালোনিকার সাত সমর্থক নিহত হয়েছেন। খবর এএফপির।
গ্রিক ফুটবল সমর্থকদের বহনকারী একটি মিনিবাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে আরো তিনজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস সামাজিক মাধ্যম ফেসবুক বার্তায় গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, ‘রোমানিয়ায় সংঘটিত এই মর্মান্তিক দুর্ঘটনায় সাতজন তরুণ গ্রিক নাগরিকের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।’ নিহতদের স্বজনদের এবং পিএওকে সালোনিকা ফুটবল ক্লাব পরিবারের প্রতি আন্তরিক সমবেদনাও জানান তিনি।
ক্লাবটির প্রেসিডেন্ট ইভান সাভিদিস একে ‘অবর্ণনীয় ট্র্যাজেডি’ বলে অভিহিত করে নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছেন। লিঁওর বিপক্ষে আগামীকাল বৃহস্পতিবার মাঠে নামবে পিএওকে।
মন্তব্য করুন