আরসিটিভি ডেস্ক 

জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ আজ বুধবার তাদের অব্যাহতির আবেদন নাকচ করে এই আদেশ দেন। একই সঙ্গে আগামী ১৮ ফেব্রুয়ারি প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেন।
অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
এদিন ট্রাইব্যুনালে জুনায়েদ আহমেদ পলক উপস্থিত ছিলেন। অভিযোগ গঠনের সময় তার কাছে জানতে চাওয়া হয় তিনি এ মামলায় দোষী কিনা। জবাবে তিনি নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন।
এ সময় সজীব ওয়াজেদ জয়ের পক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মনজুর আলম এবং জুনায়েদ আহমেদ পলকের পক্ষে ছিলেন আইনজীবী এম লিটন।
তাদের দুজনের বিরুদ্ধে তিনটি অভিযোগ চার্জ গঠন করেন ট্রাইব্যুনাল।
মন্তব্য করুন