জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ আজ বুধবার তাদের অব্যাহতির আবেদন নাকচ করে এই আদেশ দেন। একই সঙ্গে আগামী ১৮ ফেব্রুয়ারি প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেন।
অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
এদিন ট্রাইব্যুনালে জুনায়েদ আহমেদ পলক উপস্থিত ছিলেন। অভিযোগ গঠনের সময় তার কাছে জানতে চাওয়া হয় তিনি এ মামলায় দোষী কিনা। জবাবে তিনি নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন।
এ সময় সজীব ওয়াজেদ জয়ের পক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মনজুর আলম এবং জুনায়েদ আহমেদ পলকের পক্ষে ছিলেন আইনজীবী এম লিটন।
তাদের দুজনের বিরুদ্ধে তিনটি অভিযোগ চার্জ গঠন করেন ট্রাইব্যুনাল।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.