রাজশাহীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬সেপ্টেম্বর) সকাল থেকে ধর্মপ্রাণ মুসলমানরা নগরীর বিভিন্ন সড়কে গাড়ি, মোটরসাইকেল ও শোভাযাত্রার মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উদযাপন করেন।
এদিন শাহ মখদুম মাজার, খানকা বকশিয়া সহ নগরীর বিভিন্ন খানকা ও দরবারে মিলাদ, দোয়া মাহফিল ও ধর্মীয় আনুষ্ঠানিকতা পালিত হয়। ধর্মপ্রাণ মুসল্লিরা নাতে রাসূল পাঠ মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে ঈদে মিলাদুন্নবী (সা.) এর আনন্দ ভাগাভাগি করেন।
জশনে জুলুসে অংশ নেওয়া তরিকুল ইসলাম বলেন, রাসূল (সা.) এর আগমনে সমগ্র বিশ্ব ধন্য হয়েছে। আমরা এ দিনটিকে খুশির দিন হিসেবে পালন করি। ঘরে ঘরে সুস্বাদু খাবার রান্না করি এবং সবার মাঝে আনন্দ ভাগাভাগি করি। আজকের দিনটি বিশ্ববাসীর জন্য ভালোবাসা ও সম্প্রীতির বার্তা বহন করে।
রাজশাহীর খানকা বকশিয়ার মুতাওয়াল্লি ড. শাহ ওয়াকার আহমেদ বলেন, আল্লাহ তাআলা তাঁর হাবিবকে নূর দিয়ে সৃষ্টি করেছেন। নবীজিকে ভালোবাসা, সম্মান করা এবং তাঁর আদর্শে জীবন গড়ে তোলাই আমাদের দায়িত্ব। নবীর জন্মদিনকে ঘিরে আমরা আনন্দ ও উৎসব পালন করছি।
সম্প্রতি কিছু মাজার ভাঙচুর নিয়ে প্রশ্ন করা হলে তিনি আরও বলেন, কিছু মানুষ বিষয়গুলোকে বিতর্কের দিকে নিয়ে যেতে চায়। অথচ আমরা জানি, উপমহাদেশে ইসলামের প্রসার হয়েছে অলি-আউলিয়াদের হাত ধরে। তাই সবাইকে নিজ নিজ ধর্ম, নীতি ও কর্মে অটল থেকে পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা উচিত।
মন্তব্য করুন