কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়লই বালাটারী গ্রামে দেখা মিলেছে চার পা-ওয়ালা এক কানি বকের। বিরল এ বকটিকে এক নজর দেখতে আব্দুর রশিদের বাড়িতে প্রতিদিন ভিড় করছেন কৌতূহলী মানুষজন।
স্থানীয় সূত্রে জানা যায়, মাসখানেক আগে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী ও পাখিপ্রেমিক আব্দুর রশিদ গ্রামে হাড়ি-পাতিল বিক্রি করতে গিয়ে রাস্তার পাশে একটি পুকুরে বকটিকে ছটফট করতে দেখেন। তখন তিনি বকটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। একটি পায়ে আঘাত থাকায় তাৎক্ষণিক চিকিৎসা করেন এবং খাঁচায় রেখে পালন শুরু করেন। এরপর থেকেই তিনি প্রতিদিন মাছ কিনে বা ধরে বকটিকে খাওয়ান।
চার পা-ওয়ালা কানি বকের খবর দ্রুত ছড়িয়ে পড়ে এলাকায়। প্রতিদিনই দূর-দূরান্ত থেকে লোকজন ভিড় জমাচ্ছেন বকটিকে একনজর দেখার জন্য। অনেকে আবার মোবাইলে ভিডিও ধারণ করছেন। স্থানীয়দের ভাষ্যমতে, জীবনে অসংখ্য দুই পা-ওয়ালা কানি বক দেখা হলেও এই প্রথম চার পা-ওয়ালা বক দেখার অভিজ্ঞতা হলো তাদের।
পাখিপ্রেমিক আব্দুর রশিদ বলেন, ছোটবেলা থেকেই পাখির প্রতি আমার দুর্বলতা। সেদিন রাস্তার পাশে বকটিকে দেখে মায়া লেগে যায়। তাই বাড়িতে নিয়ে এসে যত্নে রাখছি।
এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক জানান, জেনেটিক কারণেই বকটির চারটি পা হয়েছে। এর মধ্যে দুটি সচল ও দুটি অচল।
মন্তব্য করুন