ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে মেক্সিকান ক্লাব মন্তেরেইকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড। তবে এই জয়ের আনন্দ ম্লান করে দিয়েছে এক দুঃসংবাদ— ম্যাচে হলুদ কার্ড পাওয়ায় জোব বেলিংহাম পরবর্তী রাউন্ডে আপন বড় ভাই জুড বেলিংহামের রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে পারবেন না।
১৯ বছর বয়সী মিডফিল্ডার জোবে বেলিংহাম প্রথমার্ধে নেলসন ডেওসার ওপর একটি ট্যাকলের জন্য হলুদ কার্ড দেখেন। এর আগে গ্রুপ পর্বে উলসান এইচডির বিপক্ষেও তিনি একটি হলুদ কার্ড পান।
ক্লাব বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, দুই ভিন্ন ম্যাচে দুটি হলুদ কার্ড পেলে পরবর্তী একটি ম্যাচে নিষেধাজ্ঞা আসে। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত এই কার্ডের হিসাব মাফ করা হয় না।
ডর্টমুন্ড কোচ নিকো কোভাচ বলেন, ‘আমার মনে হয় আমরা সবাই দেখেছি, জোব খুব হতাশ ছিল। আমি মনে করি সে জানতো না যে এটি তাকে পরবর্তী ম্যাচে খেলতে দেবে না।
সে একটু অবাক হয়েছিল।’
তিনি আরো বলেন, ‘সে তরুণ। ওর ভাইও তরুণ। আমি নিশ্চিত, ভবিষ্যতে তারা আবার মুখোমুখি হবে, হয়তো আগামী মৌসুমেই চ্যাম্পিয়ন্স লিগে।
এই আসরে হলে হয়তো ভালো লাগতো, কিন্তু এখন আর তা সম্ভব নয়। ওর জায়গায় অন্য কেউ খেলবে।’
মন্তব্য করুন