নীলফামারী প্রতিনিধি 

নীলফামারীর সৈয়দপুর রেলওয়ের পিডাব্লিউ (উপ-সহকারী প্রকৌশলী, পথ) অফিসের স্টোর থেকে রেললাইন পাচারের ঘটনায় ইনচার্জ সুলতান মৃধাকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর ৩টার দিকে তাকে অফিস থেকে গ্রেফতার করা হয়।
এর আগে রাতের আঁধারে গ্যাস দিয়ে কেটে রেললাইন দুটি পিকআপে করে পাচার করা হয়। সকালে স্থানীয় সাংবাদিক গিয়ে সত্যতা পেয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী প্রধান প্রকৌশলী আহসান জাবির ও সৈয়দপুর কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক শাহ সুফী নুর মোহাম্মদকে অবহিত করেন। সংবাদ প্রকাশের পর রেলওয়ে কর্তৃপক্ষ তদন্ত শুরু করে।
জিজ্ঞাসাবাদে সুলতান মৃধা রেললাইন পাচারের কথা স্বীকার করেন। তবে তিনি ক্রেতা কিংবা সহযোগীদের বিষয়ে তথ্য দিতে অপারগতা জানান। তার অফিস থেকে গ্যাস সিলিন্ডার ও কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
পার্বতীপুর রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী তহিদুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলেছে। সুলতান মৃধার বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পার্বতীপুর আরএনবি ইনস্পেক্টর হাসান শিহাবুল ইসলাম জানান, পিডাব্লিউ অফিসটি পার্বতীপুর এইএন অধীন হওয়ায় অভিযানে তারা অংশ নেয়। মামলা দায়েরের পর রেলওয়ে পুলিশ পাচার হওয়া মালামাল উদ্ধার ও জড়িতদের গ্রেফতারে অভিযান চালাবে।
সৈয়দপুর রেলওয়ে থানার ওসি মাহামুদ-উন-নবী বলেন, মামলার কার্যক্রম চলছে। আসামিকে হেফাজতে নেয়া হয়েছে। বিস্তারিত তদন্তের পর অন্য জড়িতদের খোঁজে অভিযান চলবে।
উল্লেখ্য, সুলতান মৃধা দীর্ঘদিন ধরে পিডাব্লিউ অফিসে দায়িত্ব পালনকালে একাধিকবার চুরি, নারী কেলেঙ্কারিসহ নানা অভিযোগে অভিযুক্ত হন। রেলওয়ে শ্রমিকলীগের এক শাখার নেতা এবং প্রধান কার্যালয়ের এক কর্মকর্তার আত্মীয় হওয়ায় এতদিন পার পেয়ে যান। তবে এবার আর রক্ষা হয়নি। তার চাকরির মেয়াদ মাত্র ছয় মাস বাকি রয়েছে। গ্রেফতারের পর রেল অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
মন্তব্য করুন