RCTV Logo ডেস্ক রিপোর্ট
১৩ জুন ২০২৫, ১:৪৩ অপরাহ্ন

৫ ঘণ্টা অবরুদ্ধ ছিলেন নুর, সেনাবাহিনী-পুলিশের চেষ্টায় উদ্ধার

ছবিঃ সংগৃহীত

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। উপজেলার পাতাবুনিয়া বটতলা বাজার এলাকায় বৃহস্পতিবার (১২ জুন) রাতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে কয়েক ঘণ্টা অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে একটি ফেসবুক পোস্টে নুরুল হক অভিযোগ করেন, বিএনপির কেন্দ্রীয় নেতা ও পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের মনোনয়নপ্রত্যাশী হাসান মামুনের অনুসারীরা তাকে অবরুদ্ধ করে রেখেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বকুলবাড়ীয়া ইউনিয়নের পাতাবুনিয়া এলাকায় প্রয়াত দলীয় কর্মী বাদল মেম্বারের স্মরণসভা শেষে ফেরার পথে ভিপি নুরুল হক নুর হামলার শিকার হন। পথরোধ করে তার ওপর হামলা চালানো হয়, ভাঙচুর করা হয় ৮-১০টি মোটরসাইকেল। প্রায় ৫ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর ভোররাত ৪টার দিকে সেনাবাহিনী ও পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা ডাকবাংলোয় নিয়ে যায়।

নুরুল হক তার স্ট্যাটাসে প্রশাসনের দুর্বলতার কথা তুলে ধরে লিখেছেন, পুলিশ ও সেনাবাহিনী এসেও ‘সন্ত্রাসীদের’ রাস্তা থেকে হটাতে পারেনি।

এক ভিডিও বার্তায় নুর বলেন, ‘আমরা রাতে স্মরণসভা শেষ করে ফেরার পথে হাসান মামুনের অনুসারীরা গাছ ফেলে, রড, রামদা নিয়ে হামলা চালায়। স্থানীয়দের মারধর করা হয়। তারা ভাঙচুর করার পাশাপাশি পুড়িয়ে দিয়েছে একাধিক মোটরসাইকেল।’

অপরদিকে বিএনপি নেতা হাসান মামুন বলেন, ‘নুরুল হক নুর সম্প্রতি ঠিকাদারি কাজ নিয়ে জেলা বিএনপির একজন জ্যেষ্ঠ নেতাকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দিয়েছেন। এছাড়া তার লোকজন চরবিশ্বাস বাজারে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। এসব ঘটনার পর স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে থাকতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমি এখন ঢাকায় অবস্থান করছি। ভিপি নুরের অবরুদ্ধ হওয়ার খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশকে উদ্ধারের অনুরোধ জানিয়েছি। আমি গলাচিপায় শান্তিপূর্ণ পরিবেশ চাই।’

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম ঢাকা পোস্টকে বলেন, ‘টানা পাঁচ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর ভিপিকে (নুরুল হক নুর) সেনাবাহিনী ও পুলিশ উপজেলা ডাকবাংলোয় আশ্রয় দেয়। পরে নিরাপত্তা দিতে অপারগতা জানিয়ে তাকে গলাচিপা ছেড়ে জেলা শহরে যেতে বলা হয়। বিএনপির সঙ্গে আমাদের খুবই সুসম্পর্ক ছিল তবে এই সম্পর্কের অবনতি ঘটালেন হাসান মামুন। আমরা উক্ত ঘটনায় দুপুরের পর সংবাদ সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছি।’

তবে এ বিষয়ে গলাচিপা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সৈয়দুজ্জামান এবং গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, ৭ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ

বাংলাদেশ দলকে ক্রিকেট থেকে নিষিদ্ধের আবেদন

পছন্দের প্রতীক পেলেন তাসনিম জারা

ইতিহাস গড়ার ম্যাচে পিএসজির হতাশার হার

শীত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

চ্যাটজিপিটিতে বয়স শনাক্তের ফিচার চালু করছে ওপেনএআই

বাংলাদেশকে সমর্থন জানিয়ে আইসিসিতে চিঠি দিল পাকিস্তান

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু

ঘুষ নিয়ে সরকারি কর্মকর্তার সঙ্গে মারামারি

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রংপুরের ৮ প্রার্থী

১০

৮ জেলায় ডিজিটাল জামিননামা উদ্বোধন করলেন আইন উপদেষ্টা

১১

ঠাকুরগাঁও টাংগন নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

১২

নীলফামারীতে ৪ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার প্রতিদ্বন্দ্বিতায় রইলেন ২৭ প্রার্থী 

১৩

বড় ব্যবধানে মোনাকোকে হারিয়ে জয় তুলে নিলো রিয়াল মাদ্রিদ

১৪

আজ প্রতীক নিয়ে কাল মাঠের লড়াইয়ে নামবেন প্রার্থীরা

১৫

আজ ২১ জানুয়ারি, দিনটি কেমন যাবে আপনার?

১৬

নামাজের সময়সূচি – ২১ জানুয়ারি ২০২৬

১৭

টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ের আমন্ত্রণ চট্টগ্রামের

১৮

ঠাকুরগাঁওয়ে খ্রিস্টান যুবাদের নিয়ে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

১৯

পদ্মা সেতুতে টোল আদায় ছাড়াল ৩ হাজার কোটি টাকা

২০