RCTV Logo দিনাজপুর প্রতিনিধি
৩ জুন ২০২৫, ১:১০ অপরাহ্ন

কোরবানির জন্য বোচাগঞ্জের খামারে প্রস্তুত রাজস্থানি দুম্বা

ছবিঃ দিনাজপুর প্রতিনিধি

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার খ্যাতনামা ব্যবসা প্রতিষ্ঠান জহুরা ইনডাস্ট্রিজ প্রস্তুত রেখেছে ভারতের রাজস্থান প্রদেশের উন্নত জাতের প্রজননকৃত দুম্বা।

কোরবানির পশু হিসেবে ব্যতিক্রম কিছু খুঁজছেন—এমন ক্রেতাদের জন্য এসব দুম্বা হতে পারে একটি আকর্ষণীয় বিকল্প।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ২০১৬ সালে শখের বসে প্রতিষ্ঠানটির কর্ণধার প্রথমবারের মতো ভারতের রাজস্থান থেকে ৫ থেকে ৭টি উন্নত জাতের দুম্বা আমদানি করেন। উদ্দেশ্য ছিল এসব পালন করে ভিন্ন কিছু করা। নিয়মিত পরিচর্যা, উন্নত খাদ্য ও স্বাস্থ্যসেবার কারণে ওই দুম্বাগুলো প্রজননের মাধ্যমে বছর বছর বৃদ্ধি পেতে থাকে। বর্তমানে প্রতিষ্ঠানের খামারে মোট ৩২টি দুম্বা রয়েছে, যাদের মধ্যে ৮ থেকে ১০টি এবারের ঈদুল আযহায় কোরবানির জন্য বিক্রয়ের উপযোগী।

জহুরা অটোরাইস মিল ও ইনডাস্ট্রিজের ব্যবস্থাপক মোঃ লোকমান আলী বলেন, “আমরা শুরুতে এটি করেছি শখের বশে। কিন্তু পরবর্তীতে দেখলাম দুম্বা পালন একটি লাভজনক ও টেকসই খামারি উদ্যোগ হতে পারে। বর্তমানে খামারে থাকা দুম্বাগুলোর ওজন, আকৃতি ও স্বাস্থ্যের দিক থেকে এগুলো অত্যন্ত উন্নত মানের। ইতোমধ্যে ঢাকা ও রংপুরের কয়েকজন ব্যবসায়ীর কাছে সফলভাবে দুম্বা বিক্রি করেছি। এবারের ঈদ উপলক্ষে প্রতি দুম্বার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬০ হাজার থেকে ১ লাখ ৭৫ হাজার টাকার মধ্যে। আমাদের প্রত্যাশা, এবারও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা আগ্রহ নিয়ে আসবেন।”

তিনি আরও জানান, প্রতিটি দুম্বার সঠিক পরিচর্যা নিশ্চিত করতে পশু চিকিৎসকের নিয়মিত তত্ত্বাবধান রাখা হয়। খাদ্যতালিকায় রয়েছে ঘাস, খড়, দানাদার খাদ্য ও প্রাকৃতিক ভিটামিনসমৃদ্ধ উপাদান। ফলে দুম্বাগুলোর স্বাস্থ্য ভালো ও রোগ প্রতিরোধক্ষমতা উন্নত।

এদিকে ঈদ যতই ঘনিয়ে আসছে, কোরবানির পশুর বাজারে ক্রেতারা বাড়তি আকর্ষণের সন্ধান করছেন। সাধারণ গরু ও ছাগলের পাশাপাশি ব্যতিক্রমী পশুর প্রতি আগ্রহ দিন দিন বাড়ছে। বিশেষ করে বড় শহরগুলোর অভিজাত শ্রেণির ক্রেতাদের মধ্যে দুম্বার কদর তুলনামূলকভাবে বেশি।

স্থানীয়রা মনে করছেন, বোচাগঞ্জের এই খামারটি শুধু একটি ব্যবসায়িক উদ্যোগ নয়, বরং এটি পশু পালনের একটি নতুন ধারাও তৈরি করেছে। অনেক তরুণ উদ্যোক্তা খামারটি দেখে উদ্বুদ্ধ হচ্ছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বৈরাচারী সরকারের পতন হলেও নতুন বাংলাদেশ বিনির্মাণ করা এখনো সম্ভব হয়নি- নাহিদ ইসলাম

গাইবান্ধায় শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠনে দুই দিনব্যাপী কর্মশালা

সীমান্ত হত্যা যেকোন মূল্যে বন্ধ করব- নাহিদ ইসলাম

আমার নাম ভাঙ্গিয়ে কেউ যদি এক টাকাও চাঁদা চায় তাহলে ভাববেন সে আমার লোক নয় – সারজিস আলম

নির্বাচনের আগে দেশের অস্থিরতা দূর করতে হবে: ডা. শফিকুর

রাজশাহীতে গোলাগুলির পর চাঁদাবাজ সাংবাদিকসহ তিনজন গ্রেপ্তার

গোবিন্দগঞ্জে জাতীয়তাবাদী সমবায় দলের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কুড়িগ্রামে সাবেক প্রতিমন্ত্রী জাকিরের পিএস গ্রেফতার

নারী ফুটবল দলের সাফল্যে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি থাকছে না

১০

ভ্যাকসিন নেওয়ার পর রক্তচাপ কমে হার্টবিট বেড়ে যায়, শেফালীর মতোই ভয়াবহ অভিজ্ঞতা শ্রুতিকার

১১

ফ্যাসিস্ট শাসনের পতন ঘটলেও সেই ফ্যাসিস্ট কাঠামো এখনো টিকে আছে- কুড়িগ্রামে নাহিদ ইসলাম

১২

৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

১৩

১২ কেজি এলপিজির দাম কমলো

১৪

কুসালকে ফিরিয়ে জুটি ভাঙলেন তানভীর

১৫

আশুরায় রোজা রাখতে না পারলে যে আমল করবেন

১৬

বেলিংহাম ভাইদের মুখোমুখি লড়াই হবে না ক্লাব বিশ্বকাপে

১৭

ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ড্র: কে কার মুখোমুখি?

১৮

২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ১০৯ ফিলিস্তিনি নিহত

১৯

রাজনৈতিক কারণেই বাংলাদেশ সফরে আসছে না ভারত

২০