আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শুরু হয়েছে বাংলাদেশ রেলওয়ের অগ্রিম ট্রেন টিকিট বিক্রির কার্যক্রম। বৃহস্পতিবার, ২২ মে থেকে ১ জুনের টিকিট বিক্রি শুরু হয়েছে। এবারে টিকিট কেনার জন্য কাউন্টারে লম্বা লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই—সব আসনের টিকিট পাওয়া যাবে শুধুমাত্র অনলাইনে।
রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী, ঈদের আগের সাতদিনের জন্য বিশেষ ব্যবস্থায় অগ্রিম টিকিট কেনার সুযোগ দেওয়া হচ্ছে। প্রতিদিন নির্দিষ্ট তারিখের টিকিট বিক্রি হচ্ছে নির্ধারিত সময় অনুসারে।
আজ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়েছে, আর পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট পাওয়া যাবে দুপুর ২টা থেকে।
যাত্রীদের নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে রেলওয়ে চালু করবে পাঁচটি রুটে ১০টি বিশেষ ট্রেন। এগুলোর কিছু চলবে ৪ থেকে ৬ জুন, আর ঈদের পর আরও কিছু বিশেষ ট্রেন চলবে ৯ থেকে ১৪ জুন পর্যন্ত। ঈদের দিনও কিছু ট্রেন চলাচল করবে। তবে এই বিশেষ ট্রেনগুলোর টিকিট শুধুমাত্র স্টেশনের নির্ধারিত কাউন্টার থেকেই সংগ্রহ করতে হবে।
বর্তমানে সারাদেশে ৪৩টি আন্তঃনগর ট্রেন চালু রয়েছে, যাতে মোট আসন সংখ্যা প্রায় ৩৩ হাজার ৩১৫টি। পাশাপাশি প্রতিটি ট্রেনে মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট রাখা হয়েছে, যা পাওয়া যাবে স্টেশনের কাউন্টার থেকে।
রেলওয়ের পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অগ্রিম টিকিট ছাড়ার তারিখগুলো হলো:
২৩ মে: ২ জুনের টিকিট, ২৪ মে: ৩ জুনের টিকিট , ২৫ মে: ৪ জুনের টিকিট, ২৬ মে: ৫ জুনের টিকিট, ২৭ মে: ৬ জুনের টিকিট
একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করতে পারবেন। তবে অগ্রিম কেনা টিকিট ফেরত দেওয়া যাবে না।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের ভিড় ও হয়রানি এড়াতে এবারে শতভাগ আসন অনলাইনে বরাদ্দ করা হয়েছে। ফলে যাত্রীরা ঘরে বসেই সহজে টিকিট সংগ্রহ করতে পারছেন।
মন্তব্য করুন