RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১৬ মে ২০২৫, ৩:৫৫ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে ১.৪ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত

ডোনাল্ড ট্রাম্প ও শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ১.৪ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আগামী দশকে এই বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগের পরিকল্পনা করেছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। বৃহস্পতিবার (১৫ মে) এ ঘোষণা দেন তিনি।

তুরস্কের বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আবুধাবির কাসর আল ওয়াতানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার সময় এই ঘোষণা দেন শেখ মোহাম্মদ।

প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ জানান, আমিরাতের বিনিয়োগ প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে পরিচালিত এই বিনিয়োগগুলো নতুন অর্থনীতি, জ্বালানি, উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও শিল্প খাতে কেন্দ্রীভূত থাকবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতের মহাকাশবিষয়ক কর্মসূচির অন্যতম কৌশলগত অংশীদার। এর মধ্যে রয়েছে মঙ্গল অনুসন্ধান, মহাকাশচারী মিশন এবং গ্রহাণু বেল্ট অনুসন্ধান প্রকল্প।

ট্রাম্পকে উদ্দেশ্য করে আল নাহিয়ান বলেন, ‘গত মার্চে আপনি বলেছিলেন যে সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে শান্তি ও নিরাপত্তার প্রচেষ্টায় কৌশলগত অংশীদার। আজ আমি পুনরায় নিশ্চিত করছি, আবুধাবি শান্তি ও স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে ওয়াশিংটনের সঙ্গে যৌথভাবে কাজ চালিয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত এই অঞ্চলে এবং বিশ্বজুড়ে শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধির প্রচেষ্টায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একযোগে কাজ করবে। এই সফর আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যতের ওপর গভীর প্রভাব ফেলবে বলে আমি নিশ্চিত।’

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম জানিয়েছে, আবুধাবি বিমানবন্দরে পৌঁছানোর পর প্রেসিডেন্ট ট্রাম্পকে স্বাগত জানান প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ। তিনি ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পরিদর্শন করেন।

উল্লেখ্য, সৌদি আরব ও কাতারের পর সংযুক্ত আরব আমিরাত ট্রাম্পের উপসাগরীয় সফরের তৃতীয় ও শেষ গন্তব্য। ২০০৮ সালে তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের পর এটাই আবুধাবিতে প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্টের সফর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু নির্বাচনের ফল ঘোষণার অপেক্ষা : সিনেট হলে উপচেপড়া ভিড়, স্লোগান

তিন হলের ভোট গণনা শেষ

আগামীকাল ঢাবির সব ক্লাস-পরীক্ষা বন্ধ

লালমনিরহাটে ঘুমন্ত স্বামীর শরীরে গরম তেল ঢেলে গ্রেফতার স্ত্রী

কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র বন্ধ, লোডশেডিং নিয়ে যে বার্তা দিল পিডিবি

আমি কোনো দলের নই, কখনো রাজনীতি করিনি : ঢাবি উপাচার্য

কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল

থমথমে ঢাবি ক্যাম্পাস, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

এখনও শ্রমজীবী মানুষের সাথে ধনী শ্রেণীর বৈষম্য করছে সরকার: মোশরেফা মিশু

লালমনিরহাটের গাছ কাটতে গিয়ে রিকশাচালকের মৃত্যু

১০

রাজশাহীতে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

১১

জামিন পেলেন সাবেক ডিসি সুলতানা পারভীন

১২

বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

১৩

ডাকসুতে দায়িত্ব পালনকালে সাংবাদিকের মৃত্যু

১৪

বিষ মিশিয়ে খাবারে হত্যার অভিযোগে কবর থেকে লাশ উত্তোলন ৮ মাস পর

১৫

এশিয়া কাপের লড়াই শুরু আজ

১৬

ডাকসুর মধ্য দিয়ে নির্বাচনের ট্রেনে উঠে গেলো বাংলাদেশ: ফারুকী

১৭

নেপালজুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ, আজও রাস্তায় তরুণরা

১৮

৩৮তম ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ চলছে

১৯

ইসরাইলে ‘ব্যাপক’ ড্রোন হামলা চালাল ইয়েমেন

২০