RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১৬ মে ২০২৫, ৩:৫৫ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে ১.৪ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত

ডোনাল্ড ট্রাম্প ও শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ১.৪ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আগামী দশকে এই বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগের পরিকল্পনা করেছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। বৃহস্পতিবার (১৫ মে) এ ঘোষণা দেন তিনি।

তুরস্কের বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আবুধাবির কাসর আল ওয়াতানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার সময় এই ঘোষণা দেন শেখ মোহাম্মদ।

প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ জানান, আমিরাতের বিনিয়োগ প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে পরিচালিত এই বিনিয়োগগুলো নতুন অর্থনীতি, জ্বালানি, উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও শিল্প খাতে কেন্দ্রীভূত থাকবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতের মহাকাশবিষয়ক কর্মসূচির অন্যতম কৌশলগত অংশীদার। এর মধ্যে রয়েছে মঙ্গল অনুসন্ধান, মহাকাশচারী মিশন এবং গ্রহাণু বেল্ট অনুসন্ধান প্রকল্প।

ট্রাম্পকে উদ্দেশ্য করে আল নাহিয়ান বলেন, ‘গত মার্চে আপনি বলেছিলেন যে সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে শান্তি ও নিরাপত্তার প্রচেষ্টায় কৌশলগত অংশীদার। আজ আমি পুনরায় নিশ্চিত করছি, আবুধাবি শান্তি ও স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে ওয়াশিংটনের সঙ্গে যৌথভাবে কাজ চালিয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত এই অঞ্চলে এবং বিশ্বজুড়ে শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধির প্রচেষ্টায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একযোগে কাজ করবে। এই সফর আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যতের ওপর গভীর প্রভাব ফেলবে বলে আমি নিশ্চিত।’

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম জানিয়েছে, আবুধাবি বিমানবন্দরে পৌঁছানোর পর প্রেসিডেন্ট ট্রাম্পকে স্বাগত জানান প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ। তিনি ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পরিদর্শন করেন।

উল্লেখ্য, সৌদি আরব ও কাতারের পর সংযুক্ত আরব আমিরাত ট্রাম্পের উপসাগরীয় সফরের তৃতীয় ও শেষ গন্তব্য। ২০০৮ সালে তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের পর এটাই আবুধাবিতে প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্টের সফর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুরন্ধরকেও ছাপিয়ে যেতে পারে ‘বর্ডার ২’

মদ-কাণ্ডে অভিযুক্ত হয়ে নিজের ভুল স্বীকার করলেন ইংলিশ অধিনায়ক

‘ধুরন্ধর ২’-এ রণবীরের সঙ্গে যোগ দেবেন ভিকি কৌশল?

গাইবান্ধার ৫ আসনে ৪০ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ; আচরণবিধি মেনে চলার কঠোর নির্দেশ

ডি সিলভাকে ফিরিয়ে স্কোয়াড ঘোষণা শ্রীলঙ্কার

ইরানে চূড়ান্ত হামলা করতে চান ট্রাম্প, আসছে রণতরী

সেঞ্চুরি করেও শীর্ষস্থান হারালেন কোহলি

হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে চাল আমদানি শুরু

জাতীয় পে স্কেলে বেতন পাবেন ইমাম-মুয়াজ্জিন, গেজেট প্রকাশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জয় ও পলকের বিচার শুরু

১০

নারায়ণগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, ৭ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ

১১

বাংলাদেশ দলকে ক্রিকেট থেকে নিষিদ্ধের আবেদন

১২

পছন্দের প্রতীক পেলেন তাসনিম জারা

১৩

ইতিহাস গড়ার ম্যাচে পিএসজির হতাশার হার

১৪

শীত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

১৫

চ্যাটজিপিটিতে বয়স শনাক্তের ফিচার চালু করছে ওপেনএআই

১৬

বাংলাদেশকে সমর্থন জানিয়ে আইসিসিতে চিঠি দিল পাকিস্তান

১৭

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু

১৮

ঘুষ নিয়ে সরকারি কর্মকর্তার সঙ্গে মারামারি

১৯

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রংপুরের ৮ প্রার্থী

২০