বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল উর্বশী রাউতেলা এ বছরের কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় উপস্থিত হয়েছিলেন নীল রঙের আইশ্যাডো, নাটকীয় হেয়ারস্টাইল এবং ক্রিস্টালের হেয়ারব্যান্ডে সজ্জিত হয়ে। তার পরনে ছিল অফ শোল্ডার গাউন এবং মানানসই দুল। পুরো সাজের মধ্যে ছিল নানা রঙের মিশ্রণ।
মঙ্গলবার (১৩ মে) থেকে শুরু হওয়া ২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসব চলবে আগামী ১০ দিন। প্রতি বছরের মতো এবারও বলিউড তারকারা উপস্থিত হয়েছেন লালগালিচায়। তবে উর্বশীর সাজ ছিল অন্যরকম। প্রায় সাড়ে ৪ লাখ টাকার ক্লাচ নিয়ে লালগালিচায় পা রাখেন তিনি। কিন্তু তার এই ফ্যাশন চর্চা অনুরাগীদের মনে ধরেনি।
বর্তমানে ফ্যাশনে ‘নো লুক মেকআপ’ ট্রেন্ডে থাকলেও উর্বশী বেছে নিয়েছেন ঠিক উল্টো পথ। তার এই অতিরিক্ত রূপসজ্জা সামাজিক মাধ্যমে কটাক্ষের শিকার হয়েছে। এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘জঘন্য সাজ।’ আরেকজন লিখেছেন, ‘উর্বশীকে এড়িয়ে যাওয়াই ভালো।’ অন্য একজন কটাক্ষ করে লিখেছেন, ‘এআই।’
উর্বশীর এই সাজ যে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, তা বলার অপেক্ষা রাখে না। তবে এই বিতর্ক তার কেরিয়ারে কী প্রভাব ফেলে, সেটিই এখন দেখার বিষয়।
মন্তব্য করুন