জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের ঝুলে থাকা আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করতে মাঠ পর্যায়ের নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে কর্মকর্তাদের প্রতি ১৫ দিন অন্তর এনআইডি সংশোধনের অগ্রগতি জানাতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সম্প্রতি ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক মো. আব্দুল হালিম খানের স্বাক্ষরিত মাঠ কর্মকর্তাদের পাঠানো এ সংক্রান্ত নির্দেশনা থেকে এ তথ্য জানা যায়।
নির্দেশনায় বলা হয়েছে, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে প্রতি ১৫ দিন অন্তর অন্তর কাজের অগ্রগতি সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তা ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা প্রতিবেদন দাখিল করবেন। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা অগ্রগতি প্রতিবেদন একীভূত করে পরিচালকের কাছে পাঠাবেন। পরিচালক সামগ্রিক কার্যক্রম মনটরিং এবং প্রতি ১৫ দিন অন্তর অন্তর কাজের অগ্রগতি প্রতিবেদন মহাপরিচালকের কাছে উপস্থাপন করবেন।
এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এ বিষয়ে বলেন, আমরা মানুষের সেবা নিশ্চিত করা জন্য যৌক্তিক আবেদন যেগুলো, কমিশন দ্রুত অনুমোদন দিচ্ছে। কমিশন ও সচিবালয় আমরা সবাই মিলে মানুষেকে দ্রুত সেবা দিতে চাই। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এনআইডি অনুবিভাগে প্রচুর আবেদন ঝুলে আছে। এগুলো যাতে দ্রুত নিষ্পত্তি করতে পারিন সেজন্য দায়িত্ব বন্টন করে দিচ্ছি।আমাদের আঞ্চলিক পর্যায়ে ক্যাটাগরি করার ক্ষমতা দেওয়া আছে। আমরা মনটিরিং করছি। অনেকেই হয়তো ক্যাটাগরি ঠিক মতো করছে কেউ করছে না।
জানা যায়, ইসি কর্মকর্তাদের টেবিলে চার লাখের বেশি এনআইডি সংশোধনের আবেদন ঝুলে আছে। যা জুনের মধ্যে নিষ্পত্তি করার লক্ষ্যে এমন সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
মন্তব্য করুন