মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইয়েমেনের হুথি গোষ্ঠীকে সমর্থন দেওয়ার জন্য তেহরানকে পরিণতি ভোগ করতে হবে। বুধবার (৩০ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ সতর্কবার্তা দেন।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান ওমানের মধ্যস্থতায় ইতোমধ্যে তিন দফা পরোক্ষ আলোচনা করেছে। আলোচনার মূল লক্ষ্য হলো—একটি চুক্তির মাধ্যমে তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা এবং এর বিনিময়ে যুক্তরাষ্ট্র আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা। আগামী শনিবার রোমে উভয় পক্ষ পুনরায় আলোচনায় বসবে।
এমন প্রেক্ষাপটে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ এক্সে লিখেছেন, “ইরানের প্রতি বার্তা: হুথিদের প্রতি আপনার প্রাণঘাতী সমর্থন আমরা নজরে রাখছি। আমরা জানি, আপনারা কী করছেন।” তিনি আরও যোগ করেন, “আপনারা ভালো করেই জানেন, মার্কিন সামরিক বাহিনী কী করতে সক্ষম। আপনাকে সতর্ক করা হয়েছে—নিজেদের নির্ধারিত সময় ও স্থানে এর পরিণতি আপনাদের ভোগ করতে হবে।”
হেগসেথ এর আগে মার্চ মাসে ট্রুথ সোশ্যালে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বার্তা পুনরায় শেয়ার করেন, যেখানে ট্রাম্প বলেছিলেন, হুথিদের পরিচালিত যেকোনো আক্রমণের জন্য তিনি ইরানকে দায়ী করবেন।
উল্লেখ্য, ইরানের শীর্ষ নেতারা পূর্বে দাবি করেছেন, ইয়েমেনের হুথি গোষ্ঠী স্বাধীনভাবে কাজ করে এবং তাদের সিদ্ধান্তে তেহরানের হস্তক্ষেপ নেই। তবে বাস্তবে, হুথিরা ইরানের মিত্র হিসেবে পরিচিত এবং তারা দীর্ঘদিন ধরে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে, যা তারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানোর অংশ হিসেবে দাবি করে।
মন্তব্য করুন