RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
২৮ এপ্রিল ২০২৫, ৩:১৪ অপরাহ্ন

ফিলিস্তিনের নতুন ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল-শেখ: কে তিনি?

ফিলিস্তিনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন হুসেইন আল-শেখ। ফিলিস্তিনি মুক্তি সংস্থার (পিএলও) নির্বাহী কমিটি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের প্রস্তাবের ভিত্তিতে তাকে তার উপদেষ্টা (ডেপুটি) হিসেবে মনোনয়ন দিয়েছে।

পিএলওর নির্বাহী কমিটির সদস্য ওয়াসেল আবু ইউসুফ শনিবার জানিয়েছেন, হুসেইন আল-শেখকে ‘পিএলও নেতৃত্বের ভাইস প্রেসিডেন্ট’ হিসেবে মনোনীত করা হয়েছে। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, রামাল্লায় অনুষ্ঠিত প্যালেস্টাইন সেন্ট্রাল কাউন্সিলের (পিসিসি) ৩২তম অধিবেশনের সিদ্ধান্ত অনুযায়ী গত বৃহস্পতিবার এই মনোনয়ন দেওয়া হয়।

হুসেইন আল-শেখ ১৯৬০ সালে ফিলিস্তিনের রামাল্লায় একটি শরণার্থী পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৭৮ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত দীর্ঘ ১১ বছর তিনি ইসরায়েলের কারাগারে আটক ছিলেন। কারাবাসের সময় তিনি হিব্রু ভাষা শেখেন, যা পরবর্তীতে তাঁর রাজনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আল-শেখ ১৯৮৮ সালে প্রথম ইন্তিফাদার সময় ইউনিফাইড ন্যাশনাল কমান্ডের সদস্য হন। অসলো চুক্তির পর তিনি প্রতিরোধমূলক নিরাপত্তা বিভাগের কর্নেল হিসেবে কিছু সময় দায়িত্ব পালন করেন। এরপর ১৯৯৯ সালে তিনি পশ্চিম তীরে ফাতাহর মহাসচিব হিসেবে নিযুক্ত হন।

২০০৭ সালে তিনি জেনারেল অথরিটি অব সিভিল অ্যাফেয়ার্সের প্রধান হন এবং ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই দায়িত্ব পালন করেন। ২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি বেসামরিক বিষয়ক সমন্বয় মন্ত্রী ছিলেন এবং মেয়াদ শেষ হওয়ার পরও দায়িত্ব পালন অব্যাহত রাখেন। ২০১৪ সালের গাজা যুদ্ধের পর গাজার পুনর্গঠন কমিটিতে তিনি ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতিনিধি হিসেবে কাজ করেন, যেখানে তিনি ইসরায়েলি ও মিশরীয় প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করেন।

২০০৯ সালে আল-শেখ ফাতাহর কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন এবং ২০১৬ সালে পুনরায় নির্বাচিত হন। তিনি ফাতাহর সরকারি মুখপাত্রের দায়িত্বও পালন করেন। ২০২২ সালে তিনি পিএলওর নির্বাহী কমিটির সদস্য হন এবং পরে পিএলওর মহাসচিব ও আলোচনা বিভাগের প্রধানের দায়িত্ব পান।

আন্তর্জাতিক অঙ্গনেও তার সক্রিয় ভূমিকা রয়েছে। উপসাগরীয় আরব দেশ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন বৈঠকে তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের প্রতিনিধিত্ব করেছেন। এপি জানিয়েছে, তিনি সৌদি আরবে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য দূতের সঙ্গেও সাক্ষাৎ করেছেন।

এছাড়া, ২০১৭ সালে আল-শেখ ফিলিস্তিনি জাতীয় সংলাপ কমিটির সদস্য হন এবং ২০১০ সাল থেকে আল-বিরেহ যুব ক্রীড়া ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন। ২০১২ সালের এক জনমত জরিপে তিনি ‘সেরা ফিলিস্তিনি পাবলিক ফিগার’ হিসেবে নির্বাচিত হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎উজানের ঢলে মৎস্য উদ্যোক্তা আবু বকর সিদ্দিকের স্বপ্ন এখন দুঃস্বপ্ন

‎জীবন রক্ষাসহ ৫দফা দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরা-আগারগাঁও পথে মেট্রো চলাচল শুরু

জনপ্রিয় লেখক ও আণবিক বিজ্ঞানী রেজাউর রহমান আর নেই

​কৃত্রিম সংকটে নন-ইউরিয়া সার, চরম বিপাকে লালমনিরহাটের কৃষকরা

সালমান হত্যা মামলা, পাওয়া যাচ্ছে না সামিরা-ডনকে

একজনের নামে সর্বোচ্চ ৭টি সিম নিবন্ধন, ভোটের আগে বাস্তবায়ন

ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পথচারী নিহত

সাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আভাস

রাজশাহী রেলওয়ে হাসপাতালে ১০ টাকায় চিকিৎসা পাবে রোগীরা

১০

রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসির খাতা চ্যালেঞ্জে ২০ হাজার ৯২৪ জন পরীক্ষার্থীর আবেদন

১১

নীলফামারীতে সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১২

টানা চার হারে ভরাডুবি লিভারপুল

১৩

আফগানিস্তানের সঙ্গে ‘খোলা যুদ্ধের’ হুমকি পাকিস্তানের

১৪

আজ ২৬ অক্টোবর, দিনটি কেমন যাবে আপনার?

১৫

রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪১ পরিবারকে ২ কোটি টাকার অনুদান

১৬

সংসারে সুখী হতে চাইলে প্রতিদিন এই ৫টি কাজ করুন

১৭

বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার শঙ্কা

১৮

যুক্তরাষ্ট্র থেকে সরকারিভাবে গম আমদানি শুরু

১৯

ইউক্রেনের ১২১টি ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার

২০