গরম পড়তে না পড়তেই ত্বকের নানা সমস্যা দেখা দেয়—ঘামাচি, ব্রণ, চুলকানি আর জ্বালাপোড়া যেন নিত্যদিনের সঙ্গী। বাজারের সাবান বা পাউডার সাময়িক আরাম দিলেও, তাতে থাকা রাসায়নিক উপাদান ত্বকের দীর্ঘমেয়াদি ক্ষতি করতে পারে।
এই সমস্যায় একেবারে প্রাকৃতিক সমাধান হলো — আমলকী!
উচ্চমাত্রার ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে
ত্বকের কোলাজেন উৎপাদন বাড়ায়
দাগ কমায়, রোদের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা দেয়
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
১. কাঁচা আমলকি ও অ্যালোভেরার প্যাক
২টি কাঁচা আমলকি বেটে নিন
২ চা চামচ অ্যালোভেরা জেল মেশান
মুখ, হাত বা শরীরে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন
ঘামাচি ও র্যাশ কমবে
২. পেঁপে-আমলকির প্যাক
পেঁপে মেখে তার সঙ্গে আমলকি মেশান
সপ্তাহে ২-৩ বার ব্যবহার করুন
ত্বক উজ্জ্বল ও দাগহীন হবে
৩. আমলকী ও দইয়ের প্যাক
২ চা চামচ আমলকী গুঁড়ো + ১ চা চামচ টক দই
মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট পর গরম জলে ধুয়ে ফেলুন
ত্বক ঠাণ্ডা থাকবে, ব্রণের দাগ কমবে
৪. আমলকী ও মুলতানি মাটির প্যাক
১ চা চামচ আমলকী পাউডার + ১ চা চামচ মুলতানি মাটি
মুখে লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন
রোদের পোড়া ভাব ও ট্যান দূর হবে
১ কাপ পানিতে ১ চা চামচ আমলকী পাউডার দিয়ে ৫ মিনিট ফুটান
ঠাণ্ডা হলে কয়েক ফোঁটা গোলাপ জল মেশান
কাচের বোতলে ভরে রাখুন
রোদে বেরোনোর আগে মুখে স্প্রে করুন
ত্বকের র্যাশ ও লালভাব কমবে
মন্তব্য করুন