RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
২৬ এপ্রিল ২০২৫, ৪:৩২ অপরাহ্ন

ইলন মাস্কের নেতৃত্বে যুক্তরাষ্ট্রে প্রতি সপ্তাহে সাশ্রয় হচ্ছে ১০ বিলিয়ন ডলার

দ্বিতীয়বারের মতো ক্ষমতায় ফিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধনকুবের ইলন মাস্ককে ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিশিয়েন্সি’ (ডোজ)-এর দায়িত্ব দেন। এরপর থেকে এই সংস্থা দাবি করছে, প্রতি সপ্তাহে গড়ে এক হাজার কোটি মার্কিন ডলার বা ১০ বিলিয়ন ডলার সাশ্রয় হচ্ছে যুক্তরাষ্ট্রে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমরা প্রায় ২০০ বিলিয়ন ডলার সাশ্রয়ের কথা বলছি এবং এই সংখ্যা দ্রুত বাড়ছে।” ডোজের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, তারা আগের প্রশাসনের করা বিভিন্ন চুক্তি, অনুদান ও লিজ বাতিল করছে। পাশাপাশি জালিয়াতি প্রতিরোধ ও সরকারি কর্মী সংখ্যা কমানোর উদ্যোগ নিয়েছে সংস্থাটি।

শনিবার দুপুর ১১টা ৩০ মিনিটে ডোজের ওয়েবসাইটে দেখা যায়, তারা ইতিমধ্যে প্রায় ১৬ হাজার কোটি ডলার সাশ্রয় করেছে এবং খরচ কমাতে ১৮ হাজার ৩৯৩টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে।

তবে ডোজের এই সাশ্রয়ের দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। বিবিসি-সহ যুক্তরাষ্ট্রের কয়েকটি গণমাধ্যম ডোজের তথ্য বিশ্লেষণ করে জানিয়েছে, ওয়েবসাইটে উল্লেখিত তথ্যে ঘাটতি ও ভুল রয়েছে। উদাহরণ হিসেবে, ডোজ দাবি করেছে যে একটি অভিবাসন সংক্রান্ত চুক্তি বাতিল করে ৮০০ কোটি ডলার সাশ্রয় হয়েছে, অথচ প্রকৃত চুক্তির মূল্য ছিল মাত্র ৮০ লাখ ডলার।

গত অক্টোবরে ইলন মাস্ক ঘোষণা দিয়েছিলেন, ফেডারেল সরকারের বাজেট থেকে দুই লাখ কোটি মার্কিন ডলার সাশ্রয় করবেন। পরে তিনি লক্ষ্য পরিবর্তন করে বলেন, ২০২৬ সালের শেষ নাগাদ ১৫ হাজার কোটি ডলার সাশ্রয় করবেন। ১০ এপ্রিল পর্যন্ত ডোজ দাবি করেছে, তারা জালিয়াতি ও অপচয় প্রতিরোধ করে ইতিমধ্যে ১৫ হাজার কোটি ডলার সাশ্রয় করেছে।

উল্লেখ্য, গত অর্থবছরে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের মোট বাজেট ছিল ছয় লাখ ৭০ হাজার কোটি মার্কিন ডলার।

ডোজ ভুল তথ্যের বিষয়ে ব্যাখ্যা দিয়ে জানিয়েছে, এখন পর্যন্ত মোট সাশ্রয়ের ৩০ শতাংশের প্রমাণ প্রকাশ করা হয়েছে। কিছু তথ্য আইনি সীমাবদ্ধতার কারণে প্রকাশ করা সম্ভব হচ্ছে না বলেও জানিয়েছে সংস্থাটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুরন্ধরকেও ছাপিয়ে যেতে পারে ‘বর্ডার ২’

মদ-কাণ্ডে অভিযুক্ত হয়ে নিজের ভুল স্বীকার করলেন ইংলিশ অধিনায়ক

‘ধুরন্ধর ২’-এ রণবীরের সঙ্গে যোগ দেবেন ভিকি কৌশল?

গাইবান্ধার ৫ আসনে ৪০ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ; আচরণবিধি মেনে চলার কঠোর নির্দেশ

ডি সিলভাকে ফিরিয়ে স্কোয়াড ঘোষণা শ্রীলঙ্কার

ইরানে চূড়ান্ত হামলা করতে চান ট্রাম্প, আসছে রণতরী

সেঞ্চুরি করেও শীর্ষস্থান হারালেন কোহলি

হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে চাল আমদানি শুরু

জাতীয় পে স্কেলে বেতন পাবেন ইমাম-মুয়াজ্জিন, গেজেট প্রকাশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জয় ও পলকের বিচার শুরু

১০

নারায়ণগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, ৭ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ

১১

বাংলাদেশ দলকে ক্রিকেট থেকে নিষিদ্ধের আবেদন

১২

পছন্দের প্রতীক পেলেন তাসনিম জারা

১৩

ইতিহাস গড়ার ম্যাচে পিএসজির হতাশার হার

১৪

শীত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

১৫

চ্যাটজিপিটিতে বয়স শনাক্তের ফিচার চালু করছে ওপেনএআই

১৬

বাংলাদেশকে সমর্থন জানিয়ে আইসিসিতে চিঠি দিল পাকিস্তান

১৭

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু

১৮

ঘুষ নিয়ে সরকারি কর্মকর্তার সঙ্গে মারামারি

১৯

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রংপুরের ৮ প্রার্থী

২০