নির্বাচন কমিশন (ইসি) প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার বাস্তবায়নে পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং ও প্রক্সি ভোটিং – এই তিন পদ্ধতি নিয়ে আজ বুধবার বৈঠক করবে। বুয়েট, ঢাবি ও এমআইএসটি-এর জমা দেওয়া প্রতিবেদন পর্যালোচনা করা হবে এ বৈঠকে।
ইসি সূত্রে জানা গেছে, ২৮-২৯ এপ্রিল দুই দিনব্যাপী সংলাপে রাজনৈতিক দল, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট ৪০০ ব্যক্তির মতামত নেওয়া হবে। ১২ সদস্যের বিশেষজ্ঞ কমিটি তিন পদ্ধতির সুবিধা-অসুবিধা বিশ্লেষণ করে প্রতিবেদন দিয়েছে।
বুয়েটের অধ্যাপক ড. মনিরুল ইসলামের নেতৃত্বে গঠিত কমিটি প্রতিটি পদ্ধতির সম্ভাব্য চ্যালেঞ্জ চিহ্নিত করেছে। ইসি সচিব আখতার আহমেদ জানান, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সকল পক্ষের মতামত বিবেচনা করা হবে।
ইসির এনআইডি উইংয়ের পরিচালক মো. আব্দুল মমিন সরকার বলেন, “বৈঠকের পর সংলাপের সময়সূচি চূড়ান্ত করা হবে।” প্রায় ৫০টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে বলে তিনি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন