ছয় দফা দাবিতে আন্দোলনরত কারিগরি শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আজকের আলোচনায় সন্তুষ্ট হতে পারেনি। তারা আরও কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রেহানা ইয়াছমিনের সঙ্গে প্রায় তিন ঘণ্টাব্যাপী বৈঠক শেষে কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি মাসফিক ইসলাম সাংবাদিকদের বলেন, “আজকের বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি পূরণে কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি বা পদক্ষেপ দেখা যায়নি। আমরা এই আলোচনায় সন্তুষ্ট নই। ফলে আমরা আরও কঠোর কর্মসূচির দিকে এগোচ্ছি।”
আন্দোলনের আরেক নেতা জোবায়ের পাটোয়ারী বলেন, “আমাদের আন্দোলন ইতিমধ্যে ৮ মাস ধরে চলছে। আমরা ইচ্ছাকৃতভাবে জনদুর্ভোগ সৃষ্টি করতে চাই না, কিন্তু আমাদের দাবিগুলো উপেক্ষিত হচ্ছে। আজকের বৈঠকেও আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। শিক্ষা উপদেষ্টার উপস্থিতির কথা থাকলেও তিনি আসেননি।”
গতকাল বুধবার তেজগাঁও সাতরাস্তা মোড়ে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। সারাদেশে সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়। পরে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শোয়াইব আহমাদ খান কিছু দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও শিক্ষার্থীরা লিখিত প্রতিশ্রুতি দাবি করে অবস্থান অব্যাহত রাখেন।
আজ বৃহস্পতিবার রেলপথ অবরোধ ও অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। তবে সরকারের শীর্ষ পর্যায়ের আলোচনার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা কর্মসূচি স্থগিত করে আলোচনায় বসেন। কিন্তু আলোচনা ফলপ্রসূ না হওয়ায় তারা আবারও কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন।
মন্তব্য করুন