ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করতে আজ (শনিবার) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। মূল অনুষ্ঠান বিকেল ৩টায় শুরু হলেও সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে শাহবাগ, দোয়েল চত্বর ও নীলক্ষেতের দিক থেকে মিছিল নিয়ে মানুষ জড়ো হচ্ছেন সোহরাওয়ার্দী উদ্যানে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হাতে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা দেখা গেছে। গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজনমত গঠন ও মানবিক সংহতি প্রকাশই এই সমাবেশের মূল লক্ষ্য।
মূল কর্মসূচি বিকেলেই শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই উদ্যানের চারপাশে ভিড় জমেছে।
গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে সারা বিশ্বে চলছে বিক্ষোভ। বাংলাদেশেও ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর ব্যানারে এই আয়োজন করা হয়েছে। ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী, খেলোয়াড়, মিডিয়া ব্যক্তিত্ব ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই কর্মসূচিতে সমর্থন জানিয়েছেন।
বিকেল ৩টা থেকে মাগরিব পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ চলবে। আয়োজকদের আশা, এখান থেকে শক্তিশালী বার্তা যাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে।
মন্তব্য করুন