RCTV Logo আরসিটিভি ডেস্ক
৬ এপ্রিল ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন

বড় রকমের সংস্কার করতে চাই, দেশকে নতুনভাবে গড়তে চাই

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশে বড় রকমের সংস্কার করা এবং দেশকে নতুনভাবে গড়ে তুলতে চীনের সাহায্য-সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি চীন সফরকালে বেইজিংয়ে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-এর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা তার চীন সফরের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, “আমার খুব ভালো লাগছে। পুরোনো বন্ধু-বান্ধব ও সহযোগীদের সঙ্গে দেখা হচ্ছে। চীন সরকারের পক্ষ থেকে আমি অত্যন্ত সমর্থন পেয়েছি, যা আমাদের জন্য খুবই প্রয়োজন।” তিনি বিশেষভাবে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ও ভাইস প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার কথা উল্লেখ করে বলেন, “২০০৯ সালে প্রেসিডেন্ট শি’র সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল, তখন তিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন। এবারও তিনি সেই স্মৃতি স্মরণ করেছেন এবং বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।”

সাক্ষাৎকারে প্রফেসর ইউনূসের ‘তিন শূন্য তত্ত্ব’ (দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা) এবং প্রেসিডেন্ট শি জিন পিংয়ের আধুনিকীকরণ তত্ত্বের মধ্যে মিল নিয়ে আলোচনা হয়। ইউনূস বলেন, “উভয় তত্ত্বের লক্ষ্য একই—একটি নতুন ও টেকসই বিশ্ব গড়ে তোলা। বর্তমান সভ্যতার কাঠামো টেকসই নয়, তাই আমাদের নতুনভাবে ভাবতে হবে।”

তিনি বলেন, চীনের উচ্চপদস্থ নেতৃবৃন্দ তার বক্তব্যকে স্বাগত জানিয়েছেন, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে নতুন চিন্তার বিস্তার নিয়ে তার পরিকল্পনা তাদের দৃষ্টি আকর্ষণ করেছে। “চীনের উপপ্রধানমন্ত্রীও তিন শূন্য তত্ত্বের প্রশংসা করেছেন এবং এ বিষয়ে আরও কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন,” যোগ করেন ইউনূস।

প্রধান উপদেষ্টা তার ক্ষুদ্রঋণ (মাইক্রোক্রেডিট) মডেলের সাফল্য তুলে ধরে বলেন, চীনের বিভিন্ন প্রতিষ্ঠান এ বিষয়ে আগ্রহ দেখিয়েছে। তিনি বলেন, “চায়নিজ একাডেমি অব সোস্যাল সায়েন্সেসের প্রফেসর ড্যু’র প্রচেষ্টায় চীনে মাইক্রোক্রেডিট অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে, যা দেশজুড়ে দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখছে।”

প্রফেসর ইউনূস বলেন, “বাংলাদেশে বড় ধরনের সংস্কার প্রয়োজন, যা শুধু অর্থনৈতিক নয়—সামাজিক ও পরিবেশগত পরিবর্তনও বয়ে আনবে। এ জন্য আন্তর্জাতিক সহযোগিতা, বিশেষ করে চীনের সমর্থন অপরিহার্য।” তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, চীনের সঙ্গে এই অংশীদারিত্ব বাংলাদেশকে একটি টেকসই ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে সাহায্য করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটের গাছ কাটতে গিয়ে রিকশাচালকের মৃত্যু

রাজশাহীতে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

জামিন পেলেন সাবেক ডিসি সুলতানা পারভীন

বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

ডাকসুতে দায়িত্ব পালনকালে সাংবাদিকের মৃত্যু

বিষ মিশিয়ে খাবারে হত্যার অভিযোগে কবর থেকে লাশ উত্তোলন ৮ মাস পর

এশিয়া কাপের লড়াই শুরু আজ

ডাকসুর মধ্য দিয়ে নির্বাচনের ট্রেনে উঠে গেলো বাংলাদেশ: ফারুকী

নেপালজুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ, আজও রাস্তায় তরুণরা

৩৮তম ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ চলছে

১০

ইসরাইলে ‘ব্যাপক’ ড্রোন হামলা চালাল ইয়েমেন

১১

হামাসকে ‘শেষ বারের মতো’ সতর্ক করলেন ট্রাম্প

১২

গাজায় না খেতে পেয়ে আরও ৫ ফিলিস্তিনির মৃত্যু

১৩

কারিগরি শিক্ষার্থীদের গালাগালির প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ

১৪

লাইসেন্স করা অস্ত্র নিয়েও ঢাবি ক্যাম্পাসে প্রবেশ নিষেধ

১৫

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন

১৬

রাজশাহী থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

১৭

২৩ শতাংশ জমির লোভে মাকে হত্যার করলেন

১৮

যুক্তরাজ্যের প্রথম মুসলিম নারী স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা

১৯

একজনের লাশ দাফন দিতে গিয়ে দুজনের মৃত্যু

২০