দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে। রিখটার স্কেলে প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৭ এবং এর কিছুক্ষণ পরেই ৬.৪ মাত্রার আরেকটি কম্পন অনুভূত হয়।
ভয়াবহ এই ভূমিকম্পে ইরাবতী নদীর ওপর নির্মিত ৯১ বছর পুরোনো আভা সেতু (Old Ava Bridge) ধসে পড়েছে।
আভা সেতু, যা পুরাতন সাগাইং সেতু নামেও পরিচিত, মান্দালয় এবং সাগাইং অঞ্চলকে সংযুক্ত করত।
এটি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে নির্মিত হয়েছিল।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে—
ভূমিকম্পটি স্থানীয় সময় দুপুর ১২:৫০ মিনিটে সাগাইং শহরের ১৬ কিলোমিটার (১০ মাইল) উত্তর-পশ্চিমে, মাত্র ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে।
ভূমিকম্পের প্রভাব থাইল্যান্ডসহ আশপাশের দেশগুলোতেও অনুভূত হয়েছে।
সংবাদমাধ্যম দ্য ইরাবতী জানিয়েছে—
রাজধানী নেইপিদো ও মান্দালয়ের বিভিন্ন ভবন ধসে পড়েছে।
রাস্তাঘাট স্তব্ধ হয়ে গেছে, ভবন থেকে ছাদের টুকরো ভেঙে পড়েছে।
মানুষ আতঙ্কে রাস্তায় নেমে এসেছে।
USGS-এর তথ্য অনুযায়ী—
সাগাইং ফল্ট লাইনের কারণে মিয়ানমারে ভূমিকম্প একটি স্বাভাবিক ঘটনা।
১৯৩০ থেকে ১৯৫৬ সালের মধ্যে ৭.০ মাত্রার ছয়টি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
২০১৬ সালে বাগানে ৬.৮ মাত্রার ভূমিকম্পে তিনজন নিহত হন, এবং বহু প্রাচীন বৌদ্ধ মন্দির ক্ষতিগ্রস্ত হয়।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দরিদ্র দেশ মিয়ানমারে বিশেষত গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত দুর্বল।
এ অবস্থায় ভূমিকম্প পরবর্তী উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমে সংকট দেখা দিতে পারে, বলে আশঙ্কা করা হচ্ছে।
মন্তব্য করুন