আরসিটিভি ডেস্ক 

দিনাজপুরের হিলিতে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের স্প্রিং ভেঙে সব বগি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশের প্রায় ৩ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ ছিল।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটে হিলির সাতকুড়ি রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে সকাল সাড়ে ১০টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে চিলাহাটি থেকে ছেড়ে আসা ট্রেনটি হিলির ডাঙ্গাপাড়া অতিক্রম করার সময় ট্রেনের ইঞ্জিন থেকে বগির হুক খুলে যায়। বগি ছাড়াই ইঞ্জিনটি হিলি রেলস্টেশনে পৌঁছায়। পরে বগিগুলো সাতকুড়ি এলাকায় আটকে যায়।
তিনি আরও বলেন, বগিগুলোর কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। মেরামতের জন্য বিরামপুর রেলস্টেশনে নেয়া হয়েছে। এখন উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশের ট্রেনের যোগাযোগ স্বাভাবিক হয়ে গেছে।
ট্রেনের পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, সকাল ৭টা ৪০ মিনিটের দিকে ইঞ্জিনের কাপলিং খুলে বগি থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার (পার্টিং) কারণে এই সমস্যাটি হয়। পরবর্তীতে টিএক্সআর’র লোকজন এসে বিষয়টি পর্যবেক্ষণ করেন। আপাতত ১০ কিলোমিটার গতিতে ট্রেনটি নিয়ে হিলি পর্যন্ত যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। সেখান থেকে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে দীর্ঘ সময় ট্রেন আটকে থাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। দুর্ঘটনার প্রায় তিন ঘণ্টা পর লাইন ক্লিয়ার হলে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
মন্তব্য করুন