স্পোর্টস ডেস্ক 

যে দলের কাছে হেরে সরাসরি শেষ ষোলোতে খেলার স্বপ্ন ভেঙেছিল চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকার লড়াইয়ে, সেই বেনফিকাকেই পেল রিয়াল মাদ্রিদ। শুক্রবার সুইজারল্যান্ডের নিয়নে অনুষ্ঠিত নকআউট প্লে-অফের ড্র নিশ্চিত করেছে।
আগামী মাসে দুবার জোসে মরিনিওর বেনফিকার মুখোমুখি হবে টুর্নামেন্টের সফলতম দল রিয়াল মাদ্রিদ। আরেকটি আকর্ষণীয় লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি প্রতিপক্ষ হিসাবে পেয়েছে ফরাসি লিগেরই আরেক ক্লাব মোনাকোকে।
গত বুধবার লিগপর্বের শেষ রাউন্ডে চরম নাটকীয়ভাবে রিয়ালকে ৪-২ গোলে হারিয়ে ২৪তম হয়ে প্লে-অফের টিকিট নিশ্চিত করে বেনফিকা। শেষ মুহূর্তে গোলকিপার ত্রুবিনের গোলে নিশ্চিত বিদায় এড়ায় পর্তুগিজ ক্লাবটি।
ম্যাচটি ড্র হলে শীর্ষ আটে থেকে সরাসরি শেষ ষোলোতে খেলত রিয়াল। শেষ পর্যন্ত নবম হওয়ায় এখন তাদের নামতে হবে প্লে-অফ পরীক্ষায়। নবম থেকে ২৪তম, এই ১৬ দল নিজেদের মধ্যে প্লে-অফ খেলবে।
জয়ী আট দল উঠবে শেষ ষোলোতে। বেরসিক ড্র সেখানে ফের মুখোমুখি দাঁড় করিয়ে দিল রিয়াল ও বেনফিকাকে। আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি হবে প্রথম লেগ, ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ফিরতি ম্যাচ।
শেষ ম্যাচে নিউক্যাসলের সঙ্গে ড্র করে সরাসরি নকআউটপর্বে খেলার সুযোগ হারানো পিএসজিকে শিরোপা ধরে রাখার আশা বাঁচিয়ে রাখতে এখন জিততে হবে ফরাসি ডার্বি। গতবারের রানার্সআপ ইন্টার মিলান খেলবে নবাগত বোদোর বিপক্ষে। ইতালির আরেক পরাশক্তি জুভেন্টাসের প্রতিপক্ষ গালাতাসারে।
শেষ ষোলোর প্লে-অফে
যারা মুখোমুখি
রিয়াল মাদ্রিদ ও বেনফিকা
পিএসজি ও মোনাকো
ইন্টার মিলান ও বোদো
জুভেন্টাস ও গালাতাসারে
বরুশিয়া ডর্টমুন্ড ও আতালান্তা
অলিম্পিয়াকোস ও লেভারকুসেন
আতলেতিকো ও ক্লাবব্রুগে
নিউক্যাসল ও কারাবাগ
মন্তব্য করুন