স্পোর্টস ডেস্ক 

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় উভয় দলই এক পয়েন্ট করে পায়। এর আগে ভারতের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশের জন্য এখন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচটি হয়ে উঠেছে বাঁচা-মরার লড়াই।
সুপার সিক্সে জায়গা করে নিতে এই ম্যাচে হারার কোনো সুযোগ নেই বাংলাদেশের সামনে। দুই ম্যাচ শেষে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র—দুই দলেরই পয়েন্ট ১ করে। তবে নেট রান রেটের বিচারে এগিয়ে আছে বাংলাদেশ। বাংলাদেশের নেট রান রেট -০.৬২১, যেখানে যুক্তরাষ্ট্রের নেট রান রেট -৩.১৪৪। অন্যদিকে, দুই ম্যাচই পরিত্যক্ত হওয়ায় নিউজিল্যান্ডের সংগ্রহ ২ পয়েন্ট।
গ্রুপের প্রথম দুই ম্যাচেই জয় পেয়ে এরই মধ্যে সুপার সিক্স নিশ্চিত করেছে ভারত। প্রতিটি গ্রুপ থেকে তিনটি করে দল সুপার সিক্সে উঠবে—এই সমীকরণ সামনে রেখেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
এরই মধ্যে ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এখন দেখার বিষয়, গুরুত্বপূর্ণ এই ম্যাচে প্রত্যাশা পূরণ করতে পারেন কি না যুবারা।
মন্তব্য করুন