স্পোর্টস ডেস্ক 

হ্যারি কেইনের জোড়া গোলে ইউনিয়ন সেইন্ট-জিলোয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে জিতে শেষ ষোলো নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। একই দিনে চ্যাম্পিয়ন্স লিগে মার্সেইকে ৩-০ গোলে হারিয়েছে লিভারপুল।
আর্নে স্লটের অধীনে লিভারপুল সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৩ ম্যাচ অপরাজিত থাকল। গত নভেম্বরে পিএসভি আইন্দহোভেনের কাছে ৪-১ হারের পর আর হারেনি তারা।
আফ্রিকা কাপ অব নেশনস খেলে দলে ফিরেছেন মোহাম্মদ সালাহ। তবে এই ম্যাচে তিনি গোল পাননি। প্রথম গোলটি করেন ডমিনিক সবোস্লাই। বিরতির ঠিক আগে ফ্রি-কিক থেকে নিচ দিয়ে বল পাঠান তিনি।
৭২ মিনিটে আসে দ্বিতীয় গোল। জেরেমি ফ্রিমপংয়ের ক্রস গোলরক্ষক জেরোনিমো রুল্লির গায়ে লেগে জালে ঢুকে যায়। শেষ মুহূর্তে বদলি খেলোয়াড় কোডি গাকপো তৃতীয় গোল করেন।
এই জয়ে ৩৬ দলের লিগ টেবিলে লিভারপুল আছে চার নম্বরে। আগামী সপ্তাহে কারাবাখকে হারালে শেষ ষোলো নিশ্চিত হবে তাদের।
অন্যদিকে আলিয়াঞ্জ অ্যারেনায় ইউনিয়ন সাঁ-জিলোয়ার বিপক্ষে জিতে শেষ আটে জায়গা নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। আর্সেনালের সঙ্গে শেষ ষোলোতে সরাসরি উঠল জার্মান ক্লাবটি।
দ্বিতীয়ার্ধের শুরুতে হেডে গোল করেন হ্যারি কেইন। ৫৫ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। কিম মিন-জায়ে লাল কার্ড দেখলেও ১০ জনের দল নিয়ে ম্যাচ নিয়ন্ত্রণে রাখে বায়ার্ন।
পরে পেনাল্টি মিস করেন কেইন। তবুও এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে তার গোল সংখ্যা সাত ম্যাচে সাতটি। সব প্রতিযোগিতা মিলিয়ে গোল ৩৪টি।
এদিকে নিউক্যাসল ৩-০ গোলে পিএসভিকে হারিয়েছে। চেলসি ১-০ গোলে হারিয়েছে পাফোসকে।
চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের শেষ রাউন্ডের সব ১৮টি ম্যাচ একসঙ্গে হবে আগামী বুধবার, ২৮ জানুয়ারি।
মন্তব্য করুন