আরসিটিভি ডেস্ক 

রাজধানীর শাহবাগের একটি বাসা থেকে কমল (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) রাতে আনন্দবাজার ৯/৫ সেক্রেটারিয়েট রোডের ওই বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের স্বজনরা জানান, রোববার রাতে নিজ রুমে কমল গলায় ফাঁস দেন। পরে বিষয়টি বুঝতে পেরে স্বজনরা তার রুমের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর রাত পৌনে ১১টায় মৃত ঘোষণা করেন।
সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
তবে কি কারণে, কেন গলায় ফাঁস দিয়েছে, সে বিষয়ে তৎক্ষণিক মৃতের বাবা কামাল কিছু জানতে পারেননি।
মন্তব্য করুন