RCTV Logo রাজশাহী ব্যুরো
১২ সেপ্টেম্বর ২০২৫, ৪:৪৯ অপরাহ্ন

রাজশাহীতে সাপে কাটা রোগী বৃদ্ধি, বিলম্বে হাসপাতালে ভর্তির কারণে হচ্ছে মৃত্যু

প্রতিকী ছবি

রাজশাহী অঞ্চলে সাপে কাটা রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে । প্রায় প্রতিদিনই সাপে কাটা রোগীরা আসছেন হাসপাতালে। রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে আসলে তাদের দেওয়া হচ্ছে অ্যান্টিভেনম। অবস্থা আশঙ্কাজনক হলে নেওয়া হচ্ছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। কিন্তু চিকিৎসকরা বলছেন, সাপে কাটার পর অনেকে নিয়ে যাচ্ছেন স্থানীয় কবিরাজ ও ওঝার কাছে। বিলম্বিত হওয়া কারণে বাড়ছে মৃত্যু ঝুঁকি। শেষ সময় এলে রোগীদের বাঁচানো সম্ভব হচ্ছে না। তবে গত বছরের চেয়ে এবার মৃত্যুর হার এখন পর্যন্ত কম আছে।

রামেক হাসপাতালে জুলাই থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ৩৫১ জন সাপে কাটা রোগী ভর্তি হয়েছেন। শেষ ১৪ বছরের মধ্যে এবার সবচেয়ে বেশি সাপে কাটা রোগী এসেছেন বলে জানিয়েছেন হাসপাতালের সংশ্লিষ্ট ব্যক্তিরা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে হাসপাতালে ভর্তি হওয়ার দেড় ঘণ্টার মাথায় একজন সাপে কাটা রোগীর মৃত্যু হয়েছে। এ ছাড়া আইসিইউতে ভর্তি হওয়া সাতজন রোগীর ভেতরে ছয়জনকেই বাঁচানো সম্ভব হয়নি।

হাসপাতালের আইসিইউ সূত্রে জানা গেছে, ২০২৪ সালে সর্বমোট ৫৭ জন রোগীর আইসিইউতে ভর্তি হয়েছিল, এর মধ্যে মৃত্যুর হার ছিল ২৪ শতাংশ। অথচ এ বছরে গত সোমবার (৮ সেপ্টেম্বর) পর্যন্ত রোগী ভর্তি হয়েছেন ৮৩ জন। এখন পর্যন্ত ১৪ শতাংশ রোগীর মৃত্যু হয়েছে। এ বছর এখন পর্যন্ত রাসেল ভাইপার সাপে কামড়ানো সাতজন রোগী আইসিইউতে ভর্তি হলেও তাদের ছয়জনেরই মৃত্যু হয়েছে। অপর দিকে ঘরে অন্য বিষাক্ত সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন ৭৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছে ৭১ জন রোগী।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সাপে কাটা রোগীর জন্য বিনা মূল্যে অ্যান্টিভেনম দেওয়া হয়। প্রতিটি রোগীর জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ খরচ করেছে কমপক্ষে ৩০ হাজার টাকা। কিছু রোগীর জন্য আরও বেশি।

মঙ্গলবার দিবাগত রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাশার (২২) নামের এক তরুণ মারা গেছেন। তার বাড়ির রাজশাহী নগরীর রাজপাড়া থানার এলাকায়। তার চাচাতো ভাই আকাশ জানান, রাতে পদ্মার ধারে ঘুরতে গিয়েছিলেন বাশার। সেখানেই তাকে সাপে কামড় দেয়। রাতেই বাশারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির দেড় ঘণ্টার মাথায় ৪২ নম্বর ওয়ার্ডের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কুষ্টিয়ার ভেড়ামারায় ইমন নামের একজন ছাত্রকে ৪ সেপ্টেম্বর রাত ১১টার দিকে সাপে কামড় দেয়। তার মামা মোহাম্মদ তুহিন জানান, তাদের বাড়ি নদীর পাশে। রাতে ইমন পাকা রাস্তার ওপর দিয়ে হাঁটছিল। এ সময় রাস্তার পাশ থেকে চক্রাবখরা রঙের একটা সাপ কামড় দেয়। ওই রাতে ইমনকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ভ্যাকসিন দেওয়ার পর বাড়িতে নিয়ে আসা হয়। তবু মন মানছিল না।

ইমনের ফুফা তাকে ওঝার কাছেও নিয়ে যায়। তুহিন বলেন, ওঝার প্রতি তার বিশ্বাস ছিল না। তাই তিনি পরের দিন ইমনকে নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। ইমনকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হয়েছিল। তার অবস্থার উন্নতি হলে বুধবার বিকেলে তাকে সাধারণ ওয়ার্ডে দেওয়া হয়েছে।

মোহাম্মদ তুহিন আরও বলেন, এলাকায় সাপের এত প্রাদুর্ভাব হয়েছে যে গত ১০ দিনে পাঁচ-সাতটা রাসেলস ভাইপার সাপ মারা পড়েছে। তার এক আত্মীয়র বাসায় বিছানার মধ্যে ঢুকে ছিল রাসেলস ভাইপার সাপ।
আরিফুল ইসলামের (২৫) বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার তেররশি দক্ষিণপাড়া গ্রামে। তিনি বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ছয়টা থেকে সাতটার মধ্যে কামড় দিয়েছে। তিনি সাপ দেখতে পেয়েছেন। তিনি বলেন, ধান কাটতে শুরু করার আগেই দুইটা সাপ মেরেছেন। এরপরও ধান কাটতে গিয়ে আরেকটি সাপে কামড় দেয়। বাঁ হাতের আঙুলের মাঝখানে কামড় দিয়েছে। সঙ্গে সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে আসেন। এরপর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস জানান, এ বছর জুলাই থেকে ১০ সেপ্টেম্বর (বুধবার) পর্যন্ত হাসপাতালে মোট ৩৫১ জন সাপে কাটা রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ২৭০ জন রোগীকে নির্বিষ সাপে কেটেছিল। বিষধর সাপে কেটেছিল ৮১ জন রোগীকে। এর মধ্যে ১৩ জনকে কেটেছিল রাসেলস ভাইপার সাপে। বাকি ৬৮ জন রোগীকে অন্যান্য বিষধর সাপে কেটেছিল।

রামেক হাসপাতালের আইসিইউ ইনচার্জ আবু হেনা মোস্তফা কামাল বলেন, যেসব রোগীর মৃত্যু হচ্ছে, তারা সবাই অনেক দেরিতে হাসপাতালে পৌঁছেছিল। স্বাভাবিকভাবেই চিকিৎসা পেতে দেরি হওয়ার কারণে তাদের আর বাঁচানো সম্ভব হয়নি। তাই দ্রুত হাসপাতালে নিজের স্বজনদের অবশ্যই ভর্তি করতে হবে। নদীতীরবর্তী এলাকার কৃষকেরা গামবুট পরে মাঠে কাজ করতে পারেন, সে ব্যবস্থা করা জরুরি হয়ে পড়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেউ এককভাবে সরকার গঠন করলে সংসদ টিকবে না: রাজশাহীতে এনসিপি নেতা সারজিস

কুড়িগ্রামে আগাম জাতের ধান চাষে লাভবান হচ্ছেন কৃষকরা,বাড়ছে আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহার

লালমনিরহাটে র‍্যাব-১৩ এর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতার ১

সায়মার মৃত্যুর সুষ্ঠু বিচার দাবিতে উপাচার্যের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ

রাবি শিক্ষকের বিরুদ্ধে হিজাব নিয়ে ‘কটুক্তির’ অভিযোগ, রাকসুর প্রতিবাদ

পঞ্চগড়ে আহত মহাবিপন্ন বনরুই উদ্ধার

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘মন্থা’, দক্ষিণাঞ্চলে বৃষ্টির আভাস

নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে আনসার থাকবে ১৩ জন

ক্যাসিনো সম্রাটের অস্ত্র মামলায় রায় আজ

বাংলাদেশে কেমন প্রভাব ফেলতে পারে ঘূর্ণিঝড় ‘মন্থা’?

১০

ফের বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন মেসি

১১

তুরস্কে শক্তিশালী ভূমিকম্প, একাধিক ভবনধস

১২

২৮ অক্টোবর: ইতিহাসের এইদিনে আলোচিত যত ঘটনা

১৩

আমরা ঘোষিত টাইমলাইনের মধ্যে বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন চাই: জমিয়ত মহাসচিব 

১৪

বার্সেলোনাকে হারিয়ে ইয়ামালকে খোঁচা রিয়াল তারকার

১৫

মাঠে অসুস্থ হয়ে মারা গেলেন বরিশালের ফিজিও

১৬

কিভাবে তৈরি করা হয়! দই ফুলকপি

১৭

কুড়িগ্রামে কচাকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি

১৮

এআই এত কনফিউজড কেন?

১৯

লোকসংগীতকে গ্রাম থেকে শহরে এনে সর্বজনীন করে তোলেন আব্বাসউদ্দীন

২০